নুরুল আমিন, ফুলপুর -ময়মনসিংহ থেকে: কোন রাজনৈতিক অভিলাষ নেই, নেই কোন জনপ্রতিনিধি হওয়ার স্বপ্ন । শীত এলেই প্রতিবছর নিজ গাড়ীতে করে ঘুরে ঘুরে দুস্থ অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন তরুণ সমাজসেবক ও ব্যবসায়ী মোঃ রাকিবুল হাফিজ রুমেল। এবারো তার ব্যতিক্রম হয়নি। মঙ্গলবার নিজ গাড়ীতে কম্বল নিয়ে ফুলপুর পৌর এলাকার গোদারিয়া এলাকায় দরিদ্র মানুষের মাঝে কম্বল দিতে দেখা গেছে তাকে। কম্বল বিতরণে উপকার ভোগী বাছাই করে তাকে সহযোগিতা করেছেন গোদারিয়া যুব সংঘ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যবৃন্দ।
রুমেল এ প্রতিনিধিতে জানান কোন প্রশংসা পাওয়ার জন্য নয় ছোটবেলা থেকেই নীরবে নিবৃত্তে দান করা আমার অভ্যাস। আমার বাবা মোফাজ্জল হক মনু একজন প্রবীণ সাংবাদিক , বাবাকে দেখতাম গরীব মানুষের নানা ভাবে উপকার করার চেষ্টা করতো,বাবাকে দেখেই আমি গরিব অসহায় মানুষের জন্য কিছু করার উদ্বুদ্ধ হই । রুমেল আরো বলেন এটি আমার একটি শখ বলতে পারেন, আমি আনন্দ পাই, মানুষও কিছু উপকার পায়। কম্বল বিতরনের সময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন হাবিব, সারোয়ার, নাঈম, ফাইজুল সালেহীন অপূর্ব, নাদিম হাসান, রাফিদ ইসলাম,হাসান মিয়া, মেহেদী হাসান সহ স্থানীয় তরুণ সমাজ।