নুরুল আমিন, ফুলপুর (ময়মনসিংহ) : ময়মনসিংহের ফুলপুরে অসহায় দুস্থ শীতার্তদের মাঝে ৫০০ শীত বস্ত্র (কম্বল) বিতরণ করেছে সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশন (ঘাটাইল) জেনারেল অফিসার কমান্ডিং ও এরিয়া কমান্ডার, ঘাটাইল এরিয়া। ব্যবস্থাপনায় ছিলেন সেনাবাহিনীর ৭৭ পদাতিক বিগ্রেড।
আজ ( ৩১ ডিসেম্বর) মঙ্গলবার ফুলপুর পুরাতন ডিগ্রি কলেজ সংলগ্ন দিউ এলাকার একটি খোলা মাঠে ৫০০ জন দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করেন সম্মানিত জিওসি মহোদয় মেজর জেনারেল হুসাইন মুহাম্মাদ মাসীহুর রাহমান।এসময় তার সাথে অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বর্তমানে ফুলপুর উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর ফরমেশন “ইন এইড টু দি সিভিল পাওয়ার” এর মোতায়েন ও বাৎসরিক যৌথ প্রশিক্ষণে ও নিয়োজিত রয়েছে সেনাবাহিনীর ডিভিশন সদস্যরা ।
শীত মৌসুমে অসহায় ও দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণসহ নানাবিধ জনসেবামূলক কার্যক্রমও পরিচালনা করছে তারা। সেনাবাহিনীর পক্ষ থেকে শীতবস্তু উপহার পেয়ে খুশি অসহায় দুস্থ শীতার্ত মানুষ। এসময় সদর দপ্তর ৭৭ পদাতিক ব্রিগেডের কমান্ডার ও ঘাটাইল অঞ্চলের অন্যান্য সামরিক কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের অসামরিক কর্মকর্তাবৃন্দ, সহ ফুলপুরের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় গনমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।