রাজশাহী থেকে অপহৃত নারী চিকিৎসক পাবনায় উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী থেকে নারী চিকিৎসক অপহরণের একদিন পর পাবনা থেকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ ঘটনায় জড়িত তিনজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরের দিকে পাবনা শহর থেকে র‌্যাব-১২ এর সদস্যরা তাকে উদ্ধার করে। পরে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিনজন আটক র‌্যাব। এর আগে সোমবার (৩০ ডিসেম্বর) ভোরে নগরীর চন্দ্রিমা আবাসিক এলাকা থেকে ওই চিকিৎসক ও তার বাবাকে অপহরণ করা হয়।

অপহৃত চিকিৎসক (২৬) রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ থেকে সম্প্রতি ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি (বিডিএস) শেষ করেছেন। তার বাবা পানি উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত কর্মকর্তা। তিনি পরিবার নিয়ে নগরের চন্দ্রিমা আবাসিক এলাকায় থাকেন। সোমবার ভোরে এই বাসা থেকেই বাবা-মেয়েকে তুলে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসকের বাবাকে পথে সিরাজগঞ্জের সলঙ্গা থানা এলাকায় ফেলে রাখে অপহরণকারীরা।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ১২ পাবনার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান বলেন, রাজশাহীর বাসা থেকে অপহৃত ওই নারী চিকিৎসককে পাবনা শহর থেকে উদ্ধার করা হয়েছে।এবং এ ঘটনায় জড়িত তিনজনকে আটক করা হয়েছে। অভিযান এখনো চলমান রয়েছে। এখনই বিস্তারিত বলা সম্ভব হচ্ছে না। আগামীকাল প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।#এস.আর.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com