নয়া দিগন্তে নিয়োগ পেলেন কারাবরণ করা সাংবাদিক মোজাহিদ

রুহুল আমিন সুজন – গাজীপুর:  গাজীপুরের শ্রীপুর উপজেলা ভাইরাল সাহসী সাংবাদিক মো. মোজাহিদ নয়া দিগন্তের ডিজিটাল বিভাগে গাজীপুর জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছে।তার এই সাফল্যে গাজীপুরসহ দেশের বিভিন্ন জেলার মানুষ তাকে স্বাগত জানিয়ে আনন্দ প্রকাশ করে অভিনন্দন জানিয়েছেন।মো. মোজাহিদ ২০১৯ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করে সারাদেশব্যাপী আলোচনায় আসেন। শেখ হাসিনার দুই গালে,জুতা মারো তালে তালে লণ্ডনের মিছিলে শিরোনামে ওই সংবাদটি প্রকাশিত হয়েছিল একটি অনলাইন নিউজ পোর্টালে। সংবাদটি প্রকাশের পরদিন শ্রীপুর থানা ও গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করে। শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাকিরুল হাসান জিকুর করা মামলায় ১২৩ দিন কারাবরণ করতে হয় তাকে।

কারাগার থেকে মুক্তি পাওয়ার পর তার কলম আরও ধারালো হয়ে ওঠে।পুলিশ প্রশাসনের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে তিনি সাহসিকতার সাথে লেখালেখি চালিয়ে যান। ঘুষ নিয়ে দুইজন ওয়ারেন্টভুক্ত আসামী ছাড়লো জয়দেবপুর থানা পুলিশ, শিরোনামে তিনি যুগফল পত্রিকায় একটি সংবাদ প্রকাশ করেন।এছাড়াও জয়দেবপুর, শ্রীপুর, কাপাসিয়া, কালিয়াকৈর ও কালিগঞ্জের পুলিশের বিরুদ্ধে একাধিক দুর্নীতির সংবাদ প্রকাশ করতে থাকেন।

তার সাহসীকতা জন্য কিছু সাংবাদিকদের হিংসার কারণ হয়ে দাঁড়ায় এর ফলশ্রুতিতে তিনি আবারও জয়দেবপুর থানা পুলিশের হাতে গ্রেফতার হন। তার সাথে তার দুই সহকর্মী মিলন শেখ ও রোকুনুজ্জামান খানকে ও গ্রেফতার করা হয়। এমনকি যুগফল পত্রিকার সম্পাদক ও প্রকাশক আসাদুল্লাহ বাদলের নামেও মামলা করা হয়।পট্টি মেরে বন মামলার আসামি বদলে ফেলেন বিট কর্মকর্তা আয়ুব আলী” শিরোনামে আরেকটি সংবাদ প্রকাশের পর তাকে আবারও কারাবরণ করতে হয়।
শেখ হাসিনার সরকারের সময়ে মোট ৩টি মামলায় ২১৯ দিন কারাবরণ করেন মোজাহিদ। কারাবরণের ফলে তার ব্যক্তিগত জীবনে প্রভাব পড়ে।

প্রথম মামলায় কারাবরণের সময় তিনি উত্তরা টাউন কলেজের ইংরেজি বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী ছিলেন। কারাগারে থাকায় তিনি পরীক্ষা দিতে পারেননি। কারাগার থেকে মুক্তি পাওয়ার পরও হুমকির মুখে কয়েকটি বছর কাটাতে হয় তাকে।
এর মধ্যেই তিনি “গাজীপুর সাংবাদিক পরিষদ” এর সভাপতি নির্বাচিত হন। অবশেষে ৪ জানুয়ারি ২০২৫ তারিখে তিনি নয়া দিগন্ত পত্রিকার ডিজিটাল বিভাগে গাজীপুর জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়ে যোগদান করেন। নয়া দিগন্তে যোগদানের পর তার ফেসবুক আইডিতে অভিনন্দনের ঝড় উঠে সাংবাদিক সহ বিভিন্ন জনমনে তিনি সবার নিকট দোয়া প্রার্থনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com