নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মতিহার ক্রাইম বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো: মতিয়ার রহমান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
(৬ জানুয়ারি) সোমবার সকাল ৬ টার দিকে কর্তব্যরত অবস্থায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো: মতিয়ার রহমান হৃদরোগে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি হন। তিনি চিকিৎসারত অবস্থায় সোমবার বিকাল ৪ টার দিকে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর।
মো: মতিয়ার রহমান ১৯৯০ সালের ২৭ মার্চ বাংলাদেশ পুলিশের এসআই (নিরস্ত্র) পদে যোগদান করে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পদে পদোন্নতি লাভ করেন। তিনি সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর থানার হাটবায়ড়ার মৃত নকির উদ্দিনের পুত্র । তিনি মৃত্যুকালে স্ত্রী এবং ২ পুত্র সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেলেন।
চাকরিজীবনে এডিসি মো: মতিয়ার রহমান ছিলেন দক্ষ ও অত্যন্ত নিষ্ঠাবান। মো: মতিয়ার রহমানের অকাল মৃত্যুতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবু সুফিয়ান গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক-সন্তপ্ত পরিবারের প্রতি জানিয়েছেন গভীর সমবেদনা।#এস.আর.