নিজস্ব প্রতিবেদক:
পাবনার সুজানগরে হত্যা,অস্ত্র, ডাকাতি, চাঁদাবাজি সহ ১৭টি মামলার আসামী শীর্ষ সন্ত্রাসী কবির বাবু ওরফে কাঙ্গাল বাবুকে (৫০) একটি একনালা বন্দুকসহ গ্রেফতার করা হয়েছে।
সোমবার সকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুজানগর উপজেলার সাগরকান্দি ইউনিয়নের চরকেষ্টপুর এলাকায় মেজর শফিকুল ইসলামের নেতৃত্বে সেনাবাহিনীর একটি অভিযানিক দল তাকে গ্রেফতার করে। সে সুজানগর উপজেলাধীন আমিনপুর থানার অন্তর্গত সাগরকান্দী ইউনিয়নের চরকেষ্টপুর গ্রামের আইজ উদ্দিনের ছেলে। গ্রেফতারের পর তাকে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
আমিনপুর থানার অফিসার ইনচার্জ সৈয়দ আলমগীর জানান, কুখ্যাত সন্ত্রাসী কবির কাঙ্গাল ওরফে কাঙ্গাল বাবু একজন শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে পাবনা সদর, আমিনপুর,এবং রাজবাড়ী জেলার বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, অস্ত্র, চাঁদাবাজিসহ ১৭টি মামলা রয়েছে। গ্রেফতারকৃত সন্ত্রাসী কবির বাবুর বিরুদ্ধে অস্ত্র মামলা রুজু পূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে।#এস.আর.