হেলসের ঝড়ে বিধ্বস্ত সিলেট, চতুর্থ জয় রংপুরের

নিজস্ব  প্রতিবেদক: ঢাকা পর্বে হ্যাটট্রিক জয়ের স্বাদ নিয়ে সিলেট পর্বে মাঠে নেমেছিল সোহানরা। যেখানে স্বাগতিক সিলেটকে ৮ উইকেটে হারিয়ে চতুর্থ জয় তুলে নিয়েছে রংপুর। এতে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থানটা আরও মজবুত করল রংপুর। সোমবার (৬ জানুয়ারি) আগে ব্যাট করে রংপুরকে ২০৬ রানের লক্ষ্য দিয়েছিল সিলেট। জবাব দিতে নেমে ৬ বল এবং ৮ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় রংপুর।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় রংপুর। ৫ বলে শূন্য রান করে ইনিংসের প্রথম ওভারেই সাজঘরে ফেরেন আজিজুল হক। তবে তিনে ব্যাট করতে নেমে দ্রুত রান তুলতে থাকেন সাইফ হাসান। তাকে সঙ্গে দেন অ্যালেক্স হেলস। দুজনের ব্যাটে ভর করে পাওয়ার প্লেতে ৫৪ রান তুলেছে বসুন্ধরা গ্রুপের দলটি।৩১ বলে ফিফটি তুলে নেন সাইফ। হেলস শুরুতে দেখে শুনে ব্যাট চালালেও ৩১ ফিফটি তোলার পর তাণ্ডব শুরু করে। ৪৯ বলে ৮০ রান করে বাউন্ডারি লাইনে কাঁটা পড়েন সাইফ।

অপর প্রান্ত থেকে ৫৪ বলে বিপিএল ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন হেলস। পরের দুই বলে ছক্কা হাঁকিয়ে এক ওভার আগেই রংপুরকে জয়ে বন্দরে পৌঁছে দেয় এই ইংলিশ তারকা। ৫৬ বলে ১১৩ রান করেন তিনি। সিলেট স্ট্রাইকার্সের হয়ে দুটি উইকেট শিকার করেন তানজিম সাকিব।এর আগে টস হেরে ব্যাট করতে নেমে সিলেটকে দুর্দান্ত শুরু এনে দেন রনি তালুকদার ও জর্জি মানজি। দুজনের ব্যাট থেকে আসে ৪৭ রান। তবে ইনিংস বড় করতে পারেননি মানজি। ১২ বলে ১৮ রান করে আউট হন তিনি। তিনে ব্যাট করতে নামা জাকির হাসানকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন রনি। দুর্দান্ত ব্যাটিংয়ে ৩৬ বলে ফিফটি তুলে নেন এই ডান হাতি ওপেনার। এরপর পিচে বেশিক্ষণ থাকতে পারেননি তিনি।

৩২ বলে ৫৪ রান করে লেগ বিফোরের ফাঁদে পড়েন রনি। ১৬ বলে ১৬ রান করে সাজঘরে ফেরেন আইরিশ ব্যাটার পল স্ট্রালিং। তবে এক প্রান্ত আগলে রেখে রান তুলতে থাকেন জাকির। ৩৬ বলে ফিফটি তুলে নেন তিনি। পঞ্চম উইকেটে তাকে সঙ্গে দিয়ে ব্যাট চালাতে থাকেন টি-টোয়েন্টি বিশ্বকাপে চমক দেখানো যুক্তরাষ্ট্রের অধিনায়ক অ্যারন জোন্স।

১৯তম ওভারের দ্বিতীয় বলে ক্যাচ আউট হন জাকির। ২০তম ওভারে জাকের আলী ৩ এবং অ্যারন জোন্সের ১ ছক্কাতে ২৭ রান তোলে সিলেট। এতে জাকেরর ৫ বলে ২০ রান এবং অ্যারন জোন্সের ১৯ বলের অপরাজিত ৩৮ রানে ভর করে ২০৫ রানের বড় পুঁজি পেয়েছিল সিলেট স্ট্রাইকার্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com