প্লট দুর্নীতির ঘটনায় হাসিনা-জয়ের বিরুদ্ধে পৃথক ২ মামলা

নিজস্ব  প্রতিবেদক: রাজউক থেকে প্লট গ্রহণে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (১৪ জানুয়ারি) ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে এই মামলাগুলো দায়ের করা হয়। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন।

প্রথম মামলায় শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয় প্রধান আসামি হিসেবে রয়েছেন। সজীব ওয়াজেদ জয় সম্পর্কিত মামলায়, শেখ হাসিনাকে সহায়তাকারী হিসেবে আসামি করা হয়েছে। এছাড়া, শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলায় গৃহায়ন ও রাজউক বিভাগের কর্মকর্তাসহ মোট ৮ জন আসামি রয়েছেন। অন্যদিকে, সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে দায়ের করা মামলায় শেখ হাসিনা এবং গৃহায়ন ও রাজউক কর্মকর্তাসহ মোট ১৫ জনকে আসামি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com