সিরাজগঞ্জে ৪ ছিনতাইকারীর যাবজ্জীবন কারাদণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে এনজিওকর্মীকে মাথায় পিস্তল ঠেকিয়ে টাকা ছিনতাইয়ের ঘটনায় অস্ত্র আইনে (১৯-এ ধারায়) চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে স্পেশাল ট্রাইব্যুনাল-৪ (যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত-১) এর বিচারক সুপ্রিয়া রহমান এ রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া গ্রামের সোনাউল্লাহর ছেলে মো. এরশাদ আলী, পাবনার অরেঙ্গাবাজ গ্রামের মৃত আকবর শেখের ছেলে মো. নজরুল ইসলাম, হেমায়েপুরের মৃত নাছির উদ্দিনের ছেলে মো. আবুল হাসেম ও জয়গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে মো. হাসান আলী।

যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) মো. হাদিউজ্জামান শেখ (হাদী) সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করে বলেন, আসামিরা পলাতক থাকায় তাদের অবর্তমানেই আদালত আজ এই রায় প্রদান করেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি সকাল ৮টার দিকে উপজেলার সাজেদা ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মো. আশরাফুল ইসলাম অফিস থেকে বের হয়ে বাড়াবিল গ্রামে কিস্তির টাকা উত্তোলন করার উদ্দেশ্যে যান। পরে বিভিন্ন ব্যক্তির নিকট থেকে কিস্তির ১ লাখ ৫৬ হাজার ৬০০ টাকা উত্তোলন করে বাড়াবিল বড় ব্রিজের পাশে রিকশার জন্য অপেক্ষা করছিলেন। এ সময় আসামিরা তিনটি মোটরসাইকেলযোগে এসে আশরাফুল ইসলামের পিস্তল মাথায় ঠেকিয়ে কিলঘুষি মেরে টাকা ছিনিয়ে নেয়। পরে তার চিৎকারে আশপাশের লোকজন এসে ছিনতাইকারীদের ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

এই ঘটনায় শাহজাদপুর থানা পুলিশের পরিদর্শক কে.এম রাকিবুল হুদা ছিনতাইকারীদের হেফাজতে নেন এবং তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানিতে আদালত ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। অবশেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আজ আদালত এই রায় ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com