নিজস্ব প্রতিবেদক :
বিএনপির ত্রাণ ও পুর্নবাসন সহসম্পাদক ও রাজশাহী মহানগর সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. শফিকুল হক মিলন বলেছেন, খুনি সন্ত্রাসীদের কোনো দল নেই। সে যেই হোক তাকে গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে। সবাইকে মনে রাখতে হবে, বিএনপিতে সন্ত্রাসীদের কোনো ঠাঁই নেই।
শনিবার রাজশাহীর পবার ভুগরইলে যুবদল নেতা সালাহউদ্দিন মিন্টুর বাবা সন্ত্রাসীদের গুলিতে নিহত মো. আলাউদ্দিনের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করে এসব কথা বলেন তিনি।
এ্যাড. শফিকুল হক মিলন বলেন, জাতীয়তাবাদী আদর্শে উদ্বুদ্ধ হয়ে মানুষ রাজনীতি করে। যুবদল নেতা সালাহউদ্দিন মিন্টুর পিতাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। বিএনপির পক্ষ থেকে দ্ব্যর্থহীন ভাবে বলতে চাই, এই হত্যাকারী যেই হোক এবং হত্যাকাণ্ডের পেছনে ইন্ধন দাতা যদি কেউ থেকে থাকে তাকেও আইনের আওতায় নিয়ে এসে শক্ত পদক্ষেপ নেয়া হবে। আইনগত ভাবে যাতে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা হয়।
এসময় তাঁর সাথে ছিলেন নওহাটা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম পিটার, বিএনপি নেতা আবু সুফিয়ান, রয়াদুদ হাসান পিন্টু, মফিজ উদ্দিন, মনিরুজ্জামান দুলাল, জয়নাল আবেদীন, আজাদ আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ। শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন নওহাটা পৌর সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা মোহম্মাদ আলী জিন্নাহ।#এস.আর.