রাজশাহীতে আদিবাসীদের কর্মসূচিতে হামলার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক :

আদিবাসীদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি ও ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতা’র এনসিটিবি ভবন ঘেরাও কর্মসূচিতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টায় নগরের সাহেববাজার জিরোপয়েন্টে এ কর্মসূচির আয়োজন করে আদিবাসী ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটি।

সংগঠনের সভাপতি অনিল গজার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শীত কুমার ওরাওঁ-এর সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম।

এছাড়াও বক্তব্য রাখেন- জাতীয় আদিবাসী পরিষদের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নিরলা মার্ডি, আদিবাসী ছাত্র পরিষদের সহ-সভাপতি প্রশান্ত মিন্জ, সংগঠনিক সম্পাদক মনিকা মার্ডি, কেন্দ্রীয় সদস্য স্বপন তিগ্যা, পাহাড়ি ছাত্র পরিষদের রাজশাহী মহানগর সাধারণ সম্পাদক শামীম ত্রিপুরা প্রমুখ।

সমাবেশ বক্তারা বলেন, নবম ও দশম শ্রেণির পাঠ্যপুস্তক থেকে আদিবাসী শব্দ সম্বলিত গ্রাফিতি বাদ দেওয়া প্রতিবাদে এনসিটিবি ভবন ঘেরাও কর্মসূচিতে যাওয়ার সময় স্টুডেন্ট ফর সভারেন্টি নামের সংগঠন ক্রিকেট স্টাম্পের মাথায় বাংলাদেশের পতাকা বেঁধে, পতাকাকে অবমাননা করে লাঠিশোটা নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে হামলায় বেশ কিছু শিক্ষার্থী আহত হন। এর দায় সরকার কোনো ভাবেই এড়িয়ে চলতে পারে না বলে বক্তরা মন্তুব্য করেন।

সমাবেশে বক্তারা আদিবাসীদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, সমতল আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালায় গঠন ও পাঠ্যপুস্তকে আদিবাসী শব্দ সম্বলিত গ্রাফিতি সংযুক্ত করার দাবি জানান।#এস.আর.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com