চারঘাটে সাজা’প্রাপ্ত আসামী তুষার গ্রেপ্তার

চারঘাট প্রতিনিধি : রাজশাহীর চারঘাটে পারিবারিক মামলার সাজাপ্রাপ্ত আসামী শফিকুজ্জামান আকন্দ ওরুফে তুষারকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। শনিবার (১৮ জানুয়ারী) দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ খরের বাড়ি থেকে চারঘাট মডেল খানার উপ-পরির্দশক বজলুর রহামান ও তার সঙ্গীসহ র্ফোস অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করেছে। আটককৃত হলো উপজেলার নন্দনগাছি খরের বাড়ি গ্রামের মৃত হাসানুজ্জামান আকন্দ ছেলে শফিকুজ্জামান আকন্দ ওরুফে তুষার (২৪)। মডেল থানা এজাহার মামলা সূত্রে জানা যায়, উপজেলার নিমপাড়া ইউনিয়নের খরের বাড়ি শফিকুজ্জামান আকন্দ তার স্ত্রী আইরিন পারিবারিক মামলা বা ভরণপোষণ না কোটে অনুপস্থিত হওয়ায় ৩ মাসের কারাদন্ড রায় প্রদান করা হয়। তারপর থেকে আসামী আত্নগোপনে ছিলেন দীর্ঘদিন ধরে, পরে গোপন সংবাদের ভিত্তিতে ৩ মাসের সাজাপ্রাপ্ত আসামী শফিকুজ্জামান আকন্দ তুষারকে গ্রেফতার করে পুলিশ। এবিষয়ে চারঘাট মডেল থানার অফিসার ইনর্চাজ আফজাল হোসেন নিশ্চিত বলেন, শফিকুজ্জামানের স্ত্রী বাদী হয়ে মামলা করে। সিআর মামলা নং-০৬ । দীর্ঘদিন ধরে আসামী পলাতক ছিলেন, পরে গোপন সংবাদের ভিত্তিতে ৩ মাসের সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করে শনিবার সকালে জেল হাজতে প্রেরন করা হয়েছে বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com