রাজশাহী নিউ গভ: ডিগ্রী কলেজ মেলায় ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে মারামারি

নিজস্ব প্রতিবেদক: ২২ জানুয়ারি বুধবার বিকালে রাজশাহী নিউ গভ: ডিগ্রী কলেজ প্রাঙ্গণে তারুণ্যের উৎসব- ২০২৫ মেলার সমাপনি দিনে সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালীন সময়ে কিছু সাধারন শিক্ষার্থী ও কয়েকজন ছাত্রদলের নেতাকর্মীদের সাথে মারামারির ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় কোন পক্ষেরই কোন ক্ষতি হয়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন সাধারন শিক্ষার্থী বলেন “মেলার সমাপনি দিনে সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালীন সময়ে নাচা-নাচিকে কেন্দ্র করে মারামারি বাধে এতে কয়েকজন সাধারন শিক্ষার্থী ও ডিগ্রী কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা জড়িত।

তাদের মধ্যে সাব্বির, সিজু, আহাদ, রাইয়ানসহ বেশ কয়েকজন ছাত্রদলের নেতাকর্মী ছিলো ভীড়ের কারণে অনেকে ভালো করে দেখতে পাইনি বলে জানান সাধারন শিক্ষার্থী।

মেলায় বেড়াতে এসে এমন মারামারি দেখে আতংকিত হয়ে পড়েন মেলার উপস্থিত কিছু দর্শনার্থী।

এ বিষয় নিয়ে ডিগ্রী কলেজ ছাত্রদলের আহবায়কের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তার সংযোগ বন্ধ পাওয়া যায়।

তবে ছাত্রদলের সদস্যসচিব জানান ছাত্রদলের পরিচয় দিয়ে যারা আজকে মেলায় বিশৃঙ্খলা করেছে তারা ছাত্রদলের কেউনা, তারপরও বিষয়টি নিয়ে দেখবো প্রয়োজন হলে মহানগর ছাত্রদলের নেতৃবৃন্দের পরামর্শ মোতাবেক সিদ্ধান্ত গ্রহণ করবো। “মারামারির ঘটনা নিয়ে কোন অভিযোগ হয়েছে কিনা সে বিষয়ে তিনি অবগত নন বলে জানান।#

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com