ছাত্রদলনেতা বাবু চৌধুরীর নেতৃত্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর জন্মদিন পালন

নিজস্ব  প্রতিবেদক: শিক্ষা ঐক্য প্রগতির পতাকাবাহী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আদর্শিক জনক, মহান স্বাধীনতার ঘোষক, আধুনিক বাংলাদেশের স্থপতি, বহুদলীয় গণতন্ত্র ও বাংলাদেশী জাতীয়তাবাদের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা ছাত্রদলের সর্বাধিক নির্যাতিত ও ময়মনসিংহের রাজনীতির ইতিহাসে সর্বোচ্চ সংখ্যকবার কারাবরনকারী জেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী গোলাম মোস্তফা বাবু চৌধুরীর নেতৃত্বে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

নগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত স্বনামধন্য নূরানী এতিমখানা ও মাদ্রসায় উক্ত মিলাদ ও দোয়া মাহফিল ও আলোচনা সভায় ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের ২নং সহ-সভাপতি গোলাম মোস্তফা বাবু চৌধুরী বক্তব্য রাখেন। এসময় তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ১৯ দফা বাস্তবায়নে নিরলস কাজ করছে ছাত্রদল। ২৪ এর আন্দোলনের শহীদ জিয়াউর রহমান এর বীরত্ব রাজপথের আন্দোলন এ অনুপ্রেরণা হয়ে কাজ করেছে।

এ সময় তিনি ২৪ এর আন্দোলনে নিহত সকল শহীদ ও গত ১৭ বছরে নিহত সকল নেতাকর্মীদের রুহের আত্মার মাগফেরাত কামনা করেন এবং আহত সকল যোদ্ধাদের সুস্থতা কামনা করেন। তিনি আরও বলেন লন্ডনে চিকিৎসাধীন দলীয় চেয়ারপারসনের চিকিৎসা শেষে দেশে ফিরে আসার জন্য সৃষ্টিকর্তার রহমত কামনা করেন। এসময় ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com