জনতার আদালত কঠিন আদালত বিএনপি জনতার আদালত বিশ্বাস করে- ইঞ্জিনিয়ার শ্যামল

সোহেল আহাদ, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জনসভা অনুষ্ঠিত হয়। শুক্রবার ২৪ জানুয়ারি বিকাল সাড়ে চারটায় সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে নরসিংসার বোর্ড অফিস বাজার মাঠে ইউনিয়ন বিএনপি সভাপতি হাজী মো. শাহ আলমের সভাপতিত্বে ও এডভোকেট মো. তারিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, জনতার আদালত কঠিন আদালত, বিএনপি জনতার আদালত বিশ্বাস করে। আওয়ামী লীগ জনতার আদালত বিশ্বাস করেনি বলেই ৫ আগস্টে তাদের কর্মীরাও সাথে ছিলনা। তিনি তাঁর দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, আমরা এখনো বিরোধী দলে আছি। কেউ দলের নাম অপব্যবহার করে দলের সুনাম নষ্ট করবেন না। পলায়িত আওয়ামী লীগ আমাদের অনেক শিক্ষা দিয়ে গেছে। দেশের বর্তমান পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার দিয়ে দেশ পরিচালনা করা সম্ভব নয়। আইনশৃঙ্খলা এখন কারো নিয়ন্ত্রণে নেই। বর্তমান দেশ পরিচালনা করতে হলে দলীয় সরকার দরকার।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ এবিএম মোমিনুল হক, আলী আজম, মাইনুল হোসেন চপল, নিয়ামুল হক, জেলা শ্রমিক দলের সভাপতি হেবজুল বারী, সদর উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট তারিকুল ইসলাম খান রুমা, সাংগঠনিক সম্পাদক সালাহ্উদ্দীন আহমেদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, শামীম উন বাছির, জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা, সহ-সভাপতি জসিম উদ্দিন, রাশেদুল হক, রাশেদ কবির আখন্দ, আশিকুল ইসলাম সুমন, সাংগঠনিক সম্পাদক আতিকুল হক জালাল, জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ তৈমুর, সাঈদ হাসান সানী, আজহারুল ইসলাম দিদার, পৌর যুবদলের সাধারণ সম্পাদক এডভোকেট ইয়াছিন মিয়া, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ফুজায়েল চৌধুরী, ছাত্রনেতা ডিকন, মামু আরিফ প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com