বেতাগী আনজুমানে রহমানিয়া শারজাহ্ শাখার ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

মোহাম্মদ আরমান চৌধুরী,ইউ এ ই: সংযুক্ত আরব আমিরাতে জাজিরাত ইয়াস অটো ইলেকট্রনিক এন্ড ওয়াকসপ্ মধ্যে বেতাগী আনজুমানে রহমানিয়া শারজাহ্ শাখার উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠানে শারজাহ্ শাখার অর্থ সম্পাদক সৈয়দ মুহাম্মাদ আসলাম উদ্দিনের উপস্থাপনায়।বেতাগী আনজুমানে রহমানিয়া শারজাহ্ শাখার সম্মানিত সভাপতি জনাব ইন্জিনিয়ার গোলামুর রহমান (মন্জুর) সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, দরবারে বেতাগী আস্তানা শরীফের মেঝ শাহাজাদা হযরত মাওলানা জিয়াউর রহমান আবু শাহ্ (মাঃজিঃআ:)। শারজাহ্ শাখা সম্মানিত সাধারণ সম্পাদক মুহাম্মদ এরশাদ,মুহাম্মদ হাবিব উল্লাহ,সহ সভাপতি মুহাম্মদ ফারুক,মুহাম্মদ সেলিম, মুহাম্মদ আজম,সহ প্রমুখ। প্রধান মেহমান তার বক্তব্যে বলেন-সিয়াম সাধনার মাধ্যমে যে আত্মশুদ্ধি অর্জন করি সেটাকে ধরে রাখায় হলো প্রকৃত মুমিনের কাজ এবং সফলতার মাপকাঠি।

আর সে সাথে বিশুদ্ধ নিয়তে পীর মুরশিদের অনুসরণ করার প্রতি নির্দেশ প্রদান করেন।আলোচনা শেষে মিলাদ কিয়াম, খতমে খাজেগান শরীফ ও বেতাগী আনজুমানে রাহমানিয়া শারজাহ্ শাখার কমিটি প্রধান উপদেষ্টা মরহুম আলহাজ্ব মোহাম্মদ লোকমান হাকিম চৌধুরী মাগাফিরাত কামনা করেন,ও শোকাহত পরিবারের জন্য দোয়া করেন ও সকল উম্মাহর শান্তি কামনা করে মোনাজাত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com