পাঁচ অতিরিক্ত ডিআইজিসহ পুলিশে ৪৩ কর্মকর্তার রদবদল

নিজস্ব  প্রতিবেদক: বাংলাদেশ পুলিশের পাঁচজন অতিরিক্ত ডিআইজি, ১৮ জন পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ১৯ জন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে পৃথক দুটি বদলির প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সোমবার (২৪ মার্চ) উপসচিব মো. মাহবুবুর রহমানের সই করা এক প্রজ্ঞাপনে বলা হয়, ডিএমপির যুগ্ম কমিশনার মুহাম্মদ মাহাবুবুর রহমানকে অতিরিক্ত ডিআইজি হিসেবে র‍্যাবের পরিচালক এবং রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. রেজাউল হক খানকে পুলিশ সদর দপ্তারের অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (২৫ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. মাহবুবুর রহমানের প্রজ্ঞাপনে বলা হয়, ১২ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. আনিছুর রহমানকে ডিএমপিতে, হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মোছা. ফরিদা ইয়াসমিনকে ডিএমপিতে, এপিবিএন সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ হাসান বারী নূরকে চট্টগ্রাম আরআরএফের কমান্ড্যান্ট এবং খো. ফরিদুল ইসলামকে ডিএমপি থেকে র‍‍্যাবে বদলির আদেশ বাতিল করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com