দুর্গাপুর থানা পুলিশের সাঁড়াশি অভিযানে বিভিন্ন মামলায় গ্রেপ্তার ১০

দুর্গাপুর প্রতিনিধি:  রাজশাহীর দুর্গাপুর থানা পুলিশর সাঁড়াশি অভিযানে সাজাপ্রাপ্ত ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো, বিজ্ঞ আদালত থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামী উপজেলার চৌপুকুরিয়া গ্রামের ইব্রাহিম আলীর পুত্র আমজাদ হোসেন (৪২), গগনবাড়িয়া গ্রামের সান্টু সরদারের পুত্র রাকিবুল সরদার (৩৪), বর্ধনপুর গ্রামের আব্দুর রাজ্জাকের পুত্র আকরাম আলী (৩৮), পলাশবাড়ী গ্রামের শামসুদ্দিনের পুত্র রিপন (৩৮), তরিপতপুর গ্রামের আহম্মেদ আলীর পুত্র আব্দুল কাদের ( ৪৭)।

এছাড়াও মাদকদ্রব্য মামলায় পৌর এলাকার সিংগা পূর্বপাড়ার সাদিক আলীর পুত্র শুভ (২৬) এবং নাশকতা ও বিস্ফোরক মামলায় বখতিয়ারপুর গ্রামের রহমতুল্লার পুত্র ছাত্রলীগ নেতা গোলাম রাব্বানী (৩৩), বখতিয়ারপুর গ্রামের মেহের সরকারের পুত্র আওয়ামী লীগ নেতা আব্দুল কুদ্দুস সরকার (৬০), কিশোরপুর গ্রামের আবুল কাশেমের পুত্র দেলুয়াবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া (২৪), শ্রীধরপুর গ্রামের আব্দুল খালেকের পুত্র দেলুয়াবাড়ি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফাকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা জানান, বিভিন্ন মামলায় বিজ্ঞ আদালতের দন্ডপ্রাপ্ত পলাতক আসামী এলাকায় ঘোরাঘুরি করছে এমন সংবাদ পেয়ে সোমবার দিনগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়।

এ সময় বিভিন্ন মেয়াদে দন্ডপ্রাপ্ত ৫ জন, গ্রেফতারি পরোয়ানাভুক্ত ও মাদক মামলায় একজন এবং বিস্ফোরক ও নাশকতার মামলায় অপর ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃত আসামীদের আদালতে হাজির করা হলে বিজ্ঞ আদালত সকল আসামীকে কারাগারে পাঠানোর আদেশ দেন বলেও জানান ওসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com