রাষ্ট্রদূত হচ্ছেন সাবেক আইজিপি ময়নুল

নিজস্ব প্রতিবেদক:  বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) পদ থেকে সদ্য সরিয়ে দেওয়া মো. ময়নুল ইসলামকে রাষ্ট্রদূত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (২৬ নভেম্বর) সদ্য সাবেক এই পুলিশপ্রধান প্রেষণে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব দিতে তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এখন ময়নুলকে কোন দেশে পদায়ন করা হবে তা ঠিক করে আদেশ জারি করবে পররাষ্ট্র মন্ত্রণালয়।

প্রসঙ্গত, শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার পতনের পর প্রশাসন ও পুলিশে ব্যাপক রদবদলের অংশ হিসেবে গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পরদিন (৬ আগস্ট) পুলিশ প্রধানের দায়িত্ব পান ময়নুল ইসলাম। ওই সময় তিনি অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুল ঢাকার কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

তবে গত ২০ নভেম্বর ময়নুল ইসলামকে আইজিপি পদ থেকে সরিয়ে দেওয়া হয়; নতুন পুলিশের মহাপরিদর্শক হিসেবে অন্তর্র্বতী সরকার বেছে নেয় অবসরে যাওয়া পুলিশ কর্মকর্তা বাহারুল আলমকে। পালাবদলের পরিবর্তিত পরিস্থিতিতে সরকারের অন্যান্য অংশের মতো পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিদেশি দূতাবাস-মিশনগুলোতেও ব্যাপক রদবদল করা হচ্ছে। তারই অংশ হিসেবে সদ্য সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলামকে রাষ্ট্রদূত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com