“উগ্রবাদ ও সহিংস চরমপন্থা প্রতিরোধে শিক্ষক ও শিক্ষার্থীদের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা

সংবাদ বিজ্ঞপ্তি : এন্টি টেররিজম ইউনিট (এটিইউ), বিভাগীয় কার্যালয়, রাজশাহী এর আয়োজনে ।
বুধবার (২৭ নভেম্বর) সরকারী কলেজ অডিটোরিয়াম-এ “উগ্রবাদ ও সহিংস চরমপন্থা প্রতিরোধে শিক্ষক ও শিক্ষার্থীদের ভূমিকা” -শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় রাজশাহী সরকারী কলেজের শিক্ষকসহ ৪৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
এছাড়া বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের কাউন্টার টেররিজম সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ ও গণমাধ্যম প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানভীর হায়দার চৌধুরী, ডিআইজি, (প্রশাসন), এন্টি টেররিজম ইউনিট, বাংলাদেশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মু. যহুর আলী, অধ্যক্ষ, রাজশাহী সরকারী কলেজ, প্রফেসর ড. ইব্রাহিম আলী, উপাধ্যক্ষ, রাজশাহী সরকারী কলেজ, নাবিদ কামাল শৈবাল,
পুলিশ সুপার (অপারেশন্স) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত, রেঞ্জ ডিআইজির কার্যালয়, রাজশাহী, নাসির উদ্দিন যুবায়ের, উপ-পুলিশ কমিশনার, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। সভায় সভাপতিত্ব করেন নাজমা সুলতানা হোসেন, অ্যাডিশনাল ডিআইজি, এন্টি টেররিজম ইউনিট, বিভাগীয় কার্যালয়, রাজশাহী।
প্রধান অতিথিসহ অন্যান্য আলোচকবৃন্দ তাঁদের বক্তব্যে আন্তর্জাতিক পরিমণ্ডলে উগ্রবাদ ও সন্ত্রাসবাদের ইতিহাস,বাংলাদেশের প্রেক্ষাপট, উগ্রবাদ ও সন্ত্রাসবাদের বিস্তার, প্রভাব এবং উগ্রবাদ ও সন্ত্রাসবাদ প্রতিরোধে করণীয় সম্পর্কে
অত্যন্ত তাৎপর্যপূর্ণ আলোচনা করেন। এছাড়া তাঁদের বক্তব্যে উগ্রবাদ ও সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশ পুলিশ, বিশেষত এন্টিটেররিজম ইউনিটের নানামুখী পদক্ষেপ ও সাফল্যের কথা উঠে আসে। তাঁরা উগ্রবাদ ও সন্ত্রাসবাদ প্রতিরোধে শিক্ষক,
শিক্ষার্থীসহ সকলের সহযোগিতা কামনা করেন এবং সকলের অংশগ্রহণমূলক ও ঐক্যবদ্ধ প্রয়াসের মাধ্যমে উগ্রবাদ ও সন্ত্রাসবাদ রুখে দিয়ে আগামীর বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com