এবার ফিফা বর্ষসেরার দৌড়ে ভিনি-রদ্রি, লড়াই করবেন মেসিও

অনলাইন  ডেস্ক:  কিছুদিন আগেই ভিনিসিয়ুস জুনিয়রকে পিছনে ফেলে ব্যালন ডি’অর জিতেছিলেন রদ্রি। এবার ফিফার বর্ষসেরা ফুটবলারের দৌড়েও রয়েছেন এই দুই তারকা ফুটবলার। তাদের সঙ্গে লড়াই করবেন লিওনেল মেসিও। শুক্রবার (২৯ নভেম্বর) বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ‘দ্য বেস্ট’২০২৪ুএর মনোনয়ন তালিকা প্রকাশ করেছে ফিফা। যেখানে ১১জন ফুটবলার মনোনয়ন পেয়েছেন। আর মনোনয়ন পাওয়া ১১ জনের মধ্যে ৭ জনই রিয়াল মাদ্রিদের খেলোয়াড়। তারা হচ্ছেন-ভিনিসিয়ুস জুনিয়র, জুড বেলিংহ্যাম, রদ্রিগো, দানি কারবাহাল, ফেদেরিকো ভালভার্দে, টনি ক্রুস ও কিলিয়ান এমবাপ্পে।

বাকিরা হলেন ম্যানচেস্টার সিটির আর্লিং হালান্ড, রদ্রি, বায়ার লিভারকুসেনের ফ্লোরিয়ান রিৎজ, বার্সেলোনার লামিনে ইয়ামাল এবং ইন্টার মায়ামির লিওনেল মেসি। সর্বশেষ দুই বছরসহ চারবার ‘দ্য বেস্ট’ জিতেছেন মেসি। এ ছাড়া পুরস্কারটির মনোনয়ন তালিকায় প্রতিবারই ছিলেন আর্জেন্টাইন অধিনায়ক। ছেলেদের পাশাপাশি বর্ষসেরা নারী খেলোয়াড়, কোচ, গোলকিপার ও গোলের সংক্ষিপ্ত তালিকাও দিয়েছে ফিফা। ঘোষণা করা হবে বর্ষসেরা একাদশও। থাকছে ফিফা ফ্যান অ্যাওয়ার্ডও। নিজেদের পছন্দের খেলোয়াড়কে নির্বাচিত করতে ভোট দিতে পারবেন ভক্তরা। বর্ষসেরা কোচের মনোনয়ন পেয়েছেন রিয়ালের কার্লো আনচেলত্তি, আর্জেন্টিনার লিওনেল স্কালোনি, স্পেনের লুই দে লা ফুয়েন্তে, ম্যানসিটির পেপ গার্দিওলা ও লিভারকুসেনের জাবি আলোনসো। ২০২৩ সালের ২১ আগস্ট থেকে ২০২৪ সালের ১০ আগস্ট সময়ের পারফরম্যান্স বিবেচনায় দেওয়া হবে এসব পুরস্কার।

মূলত, ফিফার প্রতিটি সদস্য দেশের অধিনায়ক, কোচ এবং সংবাদমাধ্যমের প্রতিনিধির ভোটে নির্বাচিত হয় এই পুরস্কার। ৭৫ শতাংশ অবদান থাকে তাদের। বাকি ২৫ শতাংশ আসে দর্শকদের ভোটে। তবে সেরা গোল ও সেরা একাদশে সমর্থকদের ভোটের হার অর্ধেক। আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত ফিফা ওয়েবসাইটে দেওয়া যাবে ভোট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com