বাগমারা প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারায় বিদ্যুতের শটসার্কিট থেকে লাগা আগুনে পুড়ে গেছে একটি বসতবাড়ি। শুক্রবার (২৯ নভেম্বর ) বেলা সাড়ে এগাটার দিকে উপজেলার নরদাশ ইউনিয়নের বেনিপুর পূর্ব পাড়া এলাকায় অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে । অগ্নিকাণ্ড ওই পরিবারের অন্তত ৫ থেকে ৬ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে ।
জানা যায় , শুক্রবার সকাল সাড়ে ১১ টার দিকে হঠাৎ করে ফজলুর রহমানের বাড়িতে আগুন লেগে যায় । মুহুর্তে তা পুরো বাড়ির ছড়িয়ে পড়ে । দীর্ঘ প্রায় এক ঘন্টার চেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রণে আসলেও সকল আসবাবপত্র পুড়ে শেষ হয়ে যায় । বাগমারা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মেহেদী হাসান তুহিন বলেন , বিদ্যুতের শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।