রামেবি’র স্থাপন প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি)’র স্থাপন প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে নগরের বাজেসিলিন্দার প্রকল্প এলাকায় নির্মাণ কাজের উদ্বোধন ফলক উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রামেবির উপাচার্য অধ্যাপক ডা. মোহা. জাওয়াদুল হক।

উদ্বোধন অনুষ্ঠানে জানানো হয়, বিশ্ববিদ্যালয়টি ৬৭ দশমিক ৬৭৯২ একর জমির ওপর নির্মাণ হতে যাচ্ছে। তিনধাপে নির্মাণ কাজ সম্পন্ন হবে।

প্রথম পর্যায়ের প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ২ হাজার ২৫৭ কোটি টাকা। প্রাথমিকভাবে ২০২৭ সালের ৩০ জুনের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে।

আরও জানানো হয়, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপনের পর প্রতিবছর প্রায় ৭৩০ জন চিকিৎসক ও ৫০ জন নার্স স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে পারবেন।

নির্মাণ কাজ সম্পন্ন হলে এখানে প্রায় পাঁচ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। উত্তরাঞ্চলের প্রায় ২ কোটি মানুষ উন্নত চিকিৎসা সেবার আওতায় আসবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান ও রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. খন্দকার মো. ফয়সল আলম।

সভাপতিত্ব করেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ডা. মো. জাকির হোসেন খোন্দকার।

আরও বক্তব্য রাখেন, বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগরের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন, মহানগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী, মহানগর জামায়াতে ইসলামীর আমীর ড. কেরামত আলী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com