কারণ, ক্লাবটিতে থেকে নতুন চুক্তির ব্যাপারে এখনও কোনো প্রস্তাব পাননি এই মিশরীয় ফরোয়ার্ড। এর মাঝেই গুঞ্জন উঠেছে পিএসজিতে যোগ দিতে যাচ্ছেন সালাহ।
এই পিএসজি প্রেসিডেন্ট নাসের আল খেলাইফির সঙ্গে যোগাযোগ করছেন সালাহর এজেন্ট র্যামি আব্বাস।
পিএসজি টকের এক প্রতিবেদন থেকে এই তথ্য উঠেছে এসেছে। এ ছাড়াও লিভারপুল ছাড়া ইঙ্গিত দিয়েছেন সালাহ নিজেও।
ম্যানসিটির বিপক্ষে জয়ের পর দুর্দান্ত ছন্দে থাকা সালাহ বলেন, সত্যি বলতে এটি আমার মাথায় আছে।
এখন পর্যন্ত এটাই সিটির বিপক্ষে লিভারপুলের হয়ে শেষ ম্যাচ, তাই আমি কেবল উপভোগ করতে চেয়েছিলাম।
পরিবেশটা অবিশ্বাস্য ছিল তাই এখানে প্রতিটা মুহূর্ত আমি উপভোগ করেছি। আশা করি, আমরাই লিগ জিতব এবং এরপর দেখা যাক কী হয়।
তিনি আরও বলেন, আমরা এখন ডিসেম্বরের প্রায় কাছে আছি এবং ক্লাবে থাকার জন্য এখন পর্যন্ত কোনো প্রস্তাব পাইনি।
এর ফলে আমি যতটা ভেতরে আছি, তার চেয়ে বেশি বাইরে আছি। আমি ক্লাবকে ভালোবাসি, সমর্থকরা আমাকে ভালোবাসেন।
শেষ পর্যন্ত বিষয়টা আমার কিংবা সমর্থকদের হাতে নেই। এখন দেখা যাক কী হয়।
সবশেষ রোববার ম্যানচেস্টার সিটির বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচেও গোল পেয়েছিলেন।
এই জয়ে লিভারপুল প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে শীর্ষস্থান পাকাপোক্ত করেছে।
এদিকে সালাহকে দলে ভেড়াতে পিএসজি থেকে অনেকবার চেষ্টা করা হয়েছিল। প্রতিবারই ব্যর্থ হয়েছে ক্লাবটি।
নতুন কোচ লুইস এনরিকের তত্ত্বাবধানে ভালো করছে পিএসজি। বর্তমানে এনরিকের দলে প্রচুর তরুণ খেলোয়াড় রয়েছে। অভাব রয়েছে অভিজ্ঞ খেলোয়াড়ের। সে কারণেই তারা সালাহকে চাচ্ছে।
সালাহর বর্তমান সাপ্তাহিক বেতন ৪ লাখ পাউন্ড। যেহেতু তার চুক্তির মেয়াদ শেষ হচ্ছে, আর লিভারপুলও নতুন করে চুক্তিতে যাচ্ছেনা এই সুযোগটায় সালাহকে নিতে অন্যান্য ক্লাবও চেষ্টার ত্রুটি রাখবে না। সেক্ষেত্রে পিএসজি তাকে নিতে পারে কিনা দেখার বিষয়।