অসংক্রামক রোগ প্রতিরোধে শরীরচর্চা নিশ্চিতে এডভোকেসী-আলোচনা সভা

নওগাঁ প্রতিনিধি : অসংক্রামক রোগ (ডায়াবেটিস, হৃদরোগ, স্টোক, ক্যান্সার) প্রতিরোধে  জনসাধারণের  শরীরচর্চা নিশ্চিতে করণীয় গাইড লাইন বিষয়ে এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রজন্মের আলো-প্রজন্মের মেলা ও সেন্টার ফর ল এন্ড পলিসি এফেয়ার্স এর সহযোগিতায় বেসরকারি সংস্থা প্রজন্ম মানবিক অধিকার উন্নয়ন কেন্দ্র এই এডভোকেসী-অলোচনার আয়েজন করে।

বুধবার (৪ ডিসেম্বর) সকালে নওগাঁ পৌরসভায় অনুষ্ঠিত এডভেকেসী সভায় প্রধান অতিথি ছিলেন নওগাঁ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা আনোয়ার কবির।

অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী সভাপতিত্বে অনুষ্ঠিত এডভোকেসী  ও আলোচনা সভায় নওগাঁ পৌরসভার  প্রশাসনিক কর্মকর্তা মো. মতিউর রহমান , চর্চাপদ গবেষক নওগাঁ সাহিত্য পরিষদ ও নওগাঁ সংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নয়ন, সমাজসেবী তসলিমা ফেরদৌস, প্রভাষক আবু রেজা, সাংবাদিক রুবেল হোসেন, নওগাঁ পৌরসভার আদায় প্রধান রাশেদুল করিম সাবু, পৌরসভার কর্মকর্তা রেশমা খাতুন, ভিবিডি (ভলেনটিয়ার ফর বাংলাদেশ) নওগাঁর আহবায়ক ও প্রজন্মের মেলা নওগাঁ সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক নাকিব আল হাসান , স্মার্ট ফাউন্ডেশনের ফরহাদ রেজা,প্রজন্মের আলোর নির্বাহী সম্পাদক তাহেরা এনায়েত করিম, প্রজন্মের মেলার সদস্য  রেহনুমা হাবিব, আল আমিন, প্রজন্মের আলোর ম্যানেজিং ইডিটর আব্দুল্লাহ আলমাস বিন রহমান তানভীর, প্রজন্মের আলোর ডিজিটাল কন্টেন্ট ইডিটর আব্দুল্লাহ আল মাসুদ বিন রহমান তন্ময় প্রমুখ  উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, ক্রমাগত নগরায়নের ফলে  মাঠ, পার্ক এবং খোলা জায়গাগুলো বিভিন্নভাবে দখল হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে খেলার মাঠ, পার্ক এবং খোলা জায়গা।

এ কারণে পর্যাপ্ত শরীরচর্চা এবং কায়িক পরিশ্রমের অভাবে ডায়াবেটিস, হৃদরোগ,স্টোক, ক্যান্সার রোগে আক্রান্ত হচ্ছে আপামর জনসাধারণ।

এসময় পৌর নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার  প্রশাসনিক কর্মকর্তা স্থানীয় জনসাধারণের শরীরচর্চায় উদ্বুদ্ধ করতে পৌরসভার বাৎসরিক বাজেটে এলাকার খেলার মাঠ, পার্ক এবং খোলা জায়গা বরাদ্দ, রক্ষাণাবেক্ষণ ও পরিচালনার এবং গাইড লাইন বাস্তবায়নের আশ্বাস দেন ।

এর আগে নওগাঁ পৌরসভার বাৎসরিক বাজেটে খেলার মাঠ,পার্ক,খোলা জায়গা বরাদ্দ,রক্ষণাবেক্ষণ, পরিচালনা ও অসংক্রামক রোগ (ডায়াবেটিস, হৃদরোগ, স্টোক, ক্যান্সার) প্রতিরোধে  জনসাধারণের  শরীরচর্চা নিশ্চিতে করণীয় গাইড লাইন বিষয়ে  স্মারকলিপি প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com