কিশোর গ্যাংয়ের দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ২০

মাদারীপুর প্রতিনিধি:  মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের দুই পক্ষের সংঘর্ষে পাঁচ পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। শুক্রবার (৬ ডিসেম্বর) রাতে সদর উপজেলার পূর্ব রাস্তি পুরাতন ট্রলারঘাট এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শহরের লঞ্চঘাট এলাকার নীরব বেপারীর সঙ্গে আধিপত্য নিয়ে পূর্ব রাস্তি এলাকার নাঈম ভূঁইয়ার বিরোধ চলে আসছিল। এর জেরে শুক্রবার রাতে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়।

খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে তাদের সঙ্গে যোগ দেয় সেনাবাহিনীর একটি দল। সংঘর্ষে পাঁচ পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যরা হলেন- সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ইউনুস মোল্লা (৪৫), সুমন খান (৩৬), রমজান আলী সজল (৩৪) এবং কনস্টেবল নুরুল ইসলাম খান (৪৮) ও কামরুল ইসলাম খান (৪০)।মাদারীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল্লাহ আল মামুন এসব তথ্য নিশ্চিত করে বলেন, ‘‘এ ঘটনায় জড়িত ১০ জনকে এখন পর্যন্ত আটক করা হয়েছে। এছাড়া, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com