পুঠিয়ায় আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন

পুঠিয়া প্রতিনিধি: সবাই মিলে গড়বো দেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ” শ্লোগানে রাজশাহীর পুঠিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ” দিবস পালিত হয়।

সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা উত্তলন ও দুর্নীতি দমন কমিশনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের কর্মসুচির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে পুঠিয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুস সাত্তারের এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)এ,কে,এম নুর হোসেন নির্ঝর।

উক্ত মানববন্ধন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পুঠিয়া উপজেলা নিবার্হী অফিসার(ইউএনও) বলেন,দুর্নীতির প্রশ্রয় দিতে হয় বলে প্রচলিত আছে,মানুষ সঠিক কাজ করতে গেলেও অনেক বাঁধার সম্মুখীন হতে হয়।

(ইউএনও) তার বক্তব্যের মাঝে সাম্প্রতি পুলিশ কনস্টেবল নিয়োগ এর প্রসঙ্গটা টেনে বলেন, গতকাল জেলার আইন শৃঙ্খলা মিটিংয়ে পুলিশ সুপার জানান,এবার পুলিশ কনস্টেবল নিয়োগ পরিক্ষায় যে প্রথম হয়েছে সে একজন জেলের মেয়ে, যার ১০,০০০/- টাকা দিয়েও চাকুরী নেওয়ার ক্ষমতা নেই,এবারের যে পুলিশ নিয়োগ পরিক্ষা হয়েছে একেবারে স্বচ্ছ।

এই রকম স্বচ্ছতা সকল ক্ষেত্রে আনতে পারলে বাংলাদেশ দূর্নীতি মুক্ত দেশ হিসেবে বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাড়াতে পারবে ইনশাআল্লাহ।

সেই সাথে পুঠিয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাঃ ডালিয়া পারভীন এর নেতৃত্বে “আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ”২০২৪ পালন করা হয়।

সেই সাথে বেগম রোকেয়া দিবসও পালন করা হয়।দিবসটির প্রতিপদ্য স্লোগান ছিল,নারী কন্যা সুরক্ষা করি সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি,সোমবার সকালে দিবসটি পালন উপলক্ষে মানববন্ধন,র‍্যালী করা হয়,র‍্যালী শেষে পুঠিয়া উপজেলার সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ”২০২৪ উপলক্ষে জয়িতা ০৫ জন নারীকে সংবর্ধনা প্রদান করেন, উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও)এ,কে এম নূর হোসেন নির্ঝর।

জয়িতা ০৫ জন নারীরা হলেন, ১.অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী মোসাঃ মাসুদা বেগম,পুঠিয়া ইউনিয়ন।

২. শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী,মোসাঃ সাদিয়া ইয়াসমিন, পুঠিয়া পৌরসভা।৩.সফল জননী নারী,রেখা রানী, শীলমারিয়া ইউনিয়ন। ৪. নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী,মোসাঃ সাথী খাতুন পুঠিয়া ইউনিয়ন।৫.সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী, মোসাঃ ফুলমতি বিবি শীলমারিয়া ইউনিয়ন।

উক্ত মানববন্ধন ও মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুঠিয়া থানার অফিসার ইনচার্জ কবির হোসেন, উপজেলা কৃষি অফিসার স্মৃতি রানী সরকার, মহিলা বিষয়ক কর্মকর্তা ডালিয়া পারভিন, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রহুল আমিন, উপজেলা নির্বাচন কর্মকর্তা সুস্মিতা সেন, পুঠিয়া স্কাউট দলের সাধারণ সম্পাদক মকছেদুর রহমানসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা বৃন্দ, মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com