নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় আহত এক কলেজছাত্র মারা গেছেন। তার নাম সোহানুর রহমান (২০)। তিনি রাজশাহীর শহীদ কামারুজ্জামান কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র।
তার বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলার শ্রীপুর খামারপাড়া এলাকায়। বাবার নাম ওবাইদুর রহমান। বাবা বিদেশে থাকায় মায়ের সঙ্গে রাজশাহী নগরীর উপশহরে থাকতেন সোহান।
রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোহান মারা যান। মঙ্গলবার বাদ জোহর তাকে সমাহিত করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার বিকেলে সোহানুর রহমান রাজশাহী-নওহাটা সড়কে তিন বন্ধুসহ মোটরসাইকেল নিয়ে ঘুরতে যান।
এ সময় চলন্ত এক ট্রাককে সাইড দিতে গিয়ে সড়কের ধারের বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে তারা মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান। তখন মাথায় আঘাত পান সোহানুর।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠান। এরপর চার দিন চিকিৎসাধীন থেকেও তার কোনো উন্নতি হয়নি। পরে সোমবার রাত ১০টার দিকে তিনি মারা যান।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, আইনি প্রক্রিয়া শেষে হাসপাতাল থেকে পরিবারকে লাশ দেওয়া হয়। পরে লাশ দাফন করা হয়েছে।