অনলাইন নিউজ ডেস্ক: গত ৬ হতে ৯ ডিসেম্বর ২০২৪ইং তারিখে ভিয়েতনামের হালংবে তে অনুষ্ঠিত হয়ে যাওয়া ওয়াল্ড পুলিশ তায়কোয়ানদো ফেডারেশন এর পৃষ্টপোষকতায়- ২০২৪ এশিয়ান পুলিশ তায়কোয়ানদো চ্যাম্পিয়নশিপ এ বাংলাদেশ তায়কোয়ানদো ইউনিয়ন এর রাজশাহী শাখা- রাজশাহী বিভাগীয় তায়কোয়নদো এসোসিয়েশন এর তায়কোয়ানদো খেলোয়াড় মারিন আশরাফী কিওরোগী ইভেন্ট (ফাইট) প্রতিযোগীতায় রৌপ্য পদক অর্জন করে।
এছাড়াও তার ২০২৪ সালের বিগত প্রতিযোগীতা গুলিতে রয়েছে ২ টি স্বর্ণ , ১ টি রৌপ্য ও ২টি তাম্র পদক।
মারিন আশরাফী বলেন, প্রথমেই বাংলাদেশ তায়কোয়ানদো ইউনিয়ন এর টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান ও বিকেএসপির তায়কোয়ানদো প্রশিক্ষক – মোঃ রাশিদুল হাসান স্যারকে ধন্যবাদ জানাই।
তার অপরিসীম সহযোগীতা ও উচ্চ প্রশিক্ষণ না পেলে কিছুই সম্ভব ছিল না । আমার সপ্ন ভবিষ্যতে আমি একজন অলিম্পিক খেলোয়াড় হয়ে বিশ্বের দরবারে বাংলাদেশেকে সম্মানিত করবো।