নাচোলে বিজয় দিবসের অনুষ্ঠানে ছুরিকাঘাতে দুই কিশোর নিহত, আহত ৪

নিজেস্ব প্রতিবেদক

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিজয় দিবসের পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে দুই কিশোর দলের মধ্যে বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কিকে কেন্দ্র করে ২ কিশোর নিহত ৪ জন আহত হয়েছে।

নিহতরা হলো উপজেলার ফতেপুর ইউপির খোলসী গ্রামের মৃত এজাবুলের ছেলে মাসুদ(১৭) ও চাঁদপাড়া গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে রায়হান(১৬)। এ ঘটনায় সুমন, আরমান, রজব ও ইমন নামে ৪জন আহত হয়েছে। আহতদের অবস্থা গুরুতর হওয়ায় রাতেই তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

নাচোল থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম জানান, মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ১১টার দিকে উপজেলার মল্লিকপুর বাজারে এই ঘটনা ঘটে। গুরুতর আহত মাসুদ ও রায়হানকে তাদের স্বজনরা চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ফাহাদ আকিদ রেহমান জানান, আমাদের কাছে আসার পূর্বেই মাসুদ ও রায়হান মারা যায়। আহত দুই জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
তিনি জানান, তাদের শরীরের বিভিন্নস্থানে ধারালো অস্ত্রের আঘাত করা হয়েছে। এদিকে আহত কিশোর সুমন জানায় তাদের মদ খাইয়ে পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে তাদের মারা হয়েছে।

নাচোল থানার ওসি মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে জানা গেছে, খোলসী গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে জাহাঙ্গীর ও মল্লিকপুর বাজার শহীদ জিয়া স্মৃতিসংঘ ক্লাবের  সদস্যদের আয়োজনে বিজয় দিবসের পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে দুই কিশোর দলের মধ্যে অনুষ্ঠানের ছবি ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।
এসময় অতিথিরা ও স্থানীয় লোকজন তাদের থামিয়ে অনুষ্ঠান থেকে বের করে দেয়। কিশোরদল অনুষ্ঠান থেকে বের হয়ে যাওয়ার পর পূণরায় সংঘর্ষে জড়িয়ে পড়লে হতাহতের ঘটনা ঘটে।
নিহত দুই কিশোরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের আটকে অভিযান অব্যাহত আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com