অনলাইন ডেস্ক: খান তার নতুন ছবি ‘বরবাদ’-এর শুটিং করছিলেন মুম্বাই। প্রায় একমাস ধরে সেখানে প্রথম লট শেষ করে সোমবার সকাল ১১টা ২০ মিনিটে ঢাকায় পা রাখেন এই সুপারস্টার।
ইতোমধ্যে ‘বরবাদ’-এর অধিকাংশ শুটিং সম্পন্ন হয়েছে বলে জানান মেহেদী হাসান হৃদয়। তবে পুরোপুরি শুটিং সম্পন্ন আরো কিছুদিন লাগবে বলেও জানান তিনি। কয়েকদিন বিরতি দিয়ে আবার শুরু হবে শেষ লটের শুটিং।
ভায়োলেন্স অ্যাকশন ও রোম্যান্টিক ধাঁচের ছবি ‘বরবাদ’। ছবিতে দ্বিতীয়বারের মতো শাকিবের বিপরীতে দেখা যাবে ইধিকা পালকে।
এছাড়াও দেখা যাবে যীশু সেন গুপ্তের মতো অভিনেতাকে। এ ছবিটি আগামী বছর রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা।
প্রায় একমাস শুটিং হতে চললেও এখনও ‘বরবাদ’-এ শাকিবের কোনো লুক প্রকাশ করেননি নির্মাতা হৃদয়।
তিনি আগেই জানিয়েছেন, শাকিব খানের সদ্য মুক্তি পাওয়া ‘দরদ’ ছবি নিয়ে মেতে আছে দর্শক। কোনোভাবেই যেন ক্ল্যাশ না হয় এ কারণে তিনি কদিন পরে লুক রিভিল করবেন।
গত শুক্রবার (১৫ নভেম্বর) দেশের ৮৩ সিনেমা হলে মুক্তি পেয়েছে অনন্য মামুন পরিচালিত শাকিব খান অভিনীত ‘দরদ’।
মুক্তির পর থেকে সিঙ্গেল স্ক্রিন থেকে মাল্টিপ্লেক্স সবখানে বেশ ভালো দর্শক ‘দরদ’ দেখছেন বলে খবর পাওয়া যায়।