চারঘাট প্রতিনিধি: রাজশাহীর চারঘাটে ব্র্যাক সোশ্যাল কমপ্লায়েন্স প্রোগ্রামের আওতায় গার্লস সার্ভিস ম্যাপিং শেয়ারিং নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ১১টায় চারঘাট উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তায় ব্র্যাক তাদের এ্যায়ারনেস অ্যাকশান অ্যান্ড অ্যাডভোকেসি ফর জেন্ডার ইকুয়্যাল এন্ড সেইফ স্পেস ফর উইমেন্স অ্যান্ড গার্লস’ প্রকল্পের অধীনে এ সভার আয়োজন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানার সভাপতিত্বে ও ব্র্যাকের অগ্নি প্রকল্প কর্মকর্তা মোঃ সাবির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফ হোসেন, চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান তালুকদার, সমাজসেবা কর্মকর্তা মোঃ রাশেদুজ্জামান, কৃষি কর্মকর্তা আল মামুন হাসান, অগ্নি প্রকল্পের টেকনিক্যাল ম্যানেজার ইজাজ আহমেদ চৌধুরী।
এছাড়াও উপস্থিত ছিলেন, অগ্নি প্রকল্প কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, প্রকল্প কর্মকর্তা মিতা রানী সরকার, চারঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সনি আজাদ, অগ্নি প্রকল্প সহকারী মোঃ হাফিজুল ইসলাম ও মোঃ সালাউদ্দিন, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-সহ ৩ টি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগণ।
সভায় সার্ভিস ম্যাপিং এর উপর বিস্তারিত আলোচনা করা হয়। উপজেলার স্কুল ও মাদ্রাসা-সহ, গনপরিবহন, ডিজিটাল প্লাটফরম, স্থানীয় কমিউনিটিতে যৌন হয়রানি ও জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে গনসচেতনতা তৈরি, রিপোটিং ও প্রতিকার আইন সহায়তা ও প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরিতে কাজ করার বিষয়ে গুরুত্ব তুলে ধরেন বক্তারা।