গাইবান্ধায় এবার আলুর বাম্পার ফলন!

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা সদর উপজেলা সহ বিভিন্ন এলাকার কৃষকরা এবছর আলুর বাম্পার ফলন পেয়েছেন। এ বিষয়ে গাইবান্ধা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন জানান, গাইবান্ধা জেলা ও উত্তর অঞ্চলে এবছর আলুর উৎপাদন ব্যাপক পরিমাণে হয়েছে।

সাধারণ মানুষ বর্তমানে ৫০ টাকা থেকে ৬০ টাকা কেজি দরে আলু ক্রয় করছেন।

তিনি আরো জানান, যদি আবহাওয়া অনুকূলে থাকে, তবে ভবিষ্যতে আলু উৎপাদন আরও বাড়ানো সম্ভব হবে।

এই সফলতার মাধ্যমে কৃষকদের আয় বৃদ্ধির পাশাপাশি বাজারে আলুর সরবরাহ বৃদ্ধি পেয়েছে, যা স্থানীয় বাজারে দাম কমানোর পাশাপাশি কৃষকদের জন্য আরও সুযোগ সৃষ্টি করছে।

এ বছর এই বাম্পার ফলনের ফলে কৃষি খাতে গাইবান্ধার অবদান আরও দৃঢ় হয়েছে।

ভিডিও চিত্রে দেখা যাবে কৃষকরা মাঠে কাজ করছেন এবং উৎপাদিত আলু সংগ্রহ করছেন।

এবং বাজারজাতসহ আমদানির হাড় বৃদ্ধির পেয়েছে উপজেলা কৃষি কর্মকর্তা জানান ফলে কৃষকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে ক্রেতা দের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেনের পূর্ণাঙ্গ সহযোগিতায় আমরা আলুর বাম্পার ফলন করতে পেরেছি।

উপজেলা কৃষি কর্মকর্তার উদার মন-মানসিকতায় সার বিজের পূর্ণাঙ্গ সহযোগিতা আমরা পেয়েছি যা গাইবান্ধা সদর উপজেলা বাসির জন্য একটি দৃষ্টান্তমূলক ইতিহাস হয়েছে।

আরো জানা যায় উপজেলা কৃষি কর্মকর্তা সাহেব প্রতিনিয়তই মাঠ ঘুরে কৃষকদের খোঁজখবর নিয়ে থাকেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com