বিএনপি নেতা দেলোয়ার আর নেই

সংবাদ বিজ্ঞপ্তি: রাজশাহী মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে বুধবার রাত সাড়ে ৮টায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

দেলোয়ার হোসেন রাজশাহীতে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি নগরের হেতেমখাঁ সবজিপাড়া মহল্লার বাসিন্দা ছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সাবেক এই ছাত্রনেতা যুবদল থেকে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটিতেও ছিলেন। সবশেষ তিনি নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন।

বৃহস্পতিবার বাদ জোহর নগরের হেতমখাঁ মোড়ে তার জানাজা অনুষ্ঠিত হয়। এরপর হেতেমখাঁ কবরস্থানে তাকে দাফন করা হয়।

তার জানাজা নামাজে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক শফিকুল হক মিলন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু বকর, জেলা বিএনপির সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন তপু, মহানগরের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশাসহ দলীয় নেতাকর্মীরা অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com