আপনারা দেশ ও জাতির পক্ষে কথা বলবেন: ব্যারিস্টার খোকন

নিজস্ব প্রতিনিধ:
বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে রাজধানীর


কাকরাইলে দৈনিক জনতার জমিন পত্রিকার সম্পাদকীয় কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে পত্রিকাটির স্থায়ী কার্যালয়ে কেক কেটে উদ্বোধন করেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

অনুষ্ঠানে ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন বলেন, আপনারা যারা মিডিয়ার দায়িত্বে আছেন, যারা সাংবাদিক হিসেবে কর্মরত আছেন তারা সবসময় দেশ ও জাতির স্বার্থে কথা বলবেন।

এসময় তিনি আরও বলেন, গণমাধ্যমে মিথ্যা তথ্য ছাড়ানো একটি অপরাধ, আবার সত্য কথা বলতে না পারাটাও আরেকটি অপরাধ৷

তিনি আরও বলেন, দৈনিক জনতার জমিনের মাধ্যমে দেশবাসী যেন সব সময় সত্য খবর পায়। এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে বলে আমার প্রত্যাশা।

এ সময় ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন দৈনিক জনতার জমিনের মঙ্গল কামনা করেন। এবং সকলকে দেশের জন্য কাজ করতে অনুরোধ জানান।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক জনতার জমিনের সম্পাদক ও প্রকাশক জাবেদ আলম কিরণ। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম সহিদ, ঢাকার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশিদ আলম, বাংলাদেশ ফেডারের সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহিন।

এসময় আরও উপস্থিত ছিলেন, দৈনিক খোলা আকাশের সাবেক সম্পাদক ড. কাজল রশীদ শাহীন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক প্রচার সম্পাদক ডিএম অমর, ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য নিজাম উদ্দিন দরবেশ। বিএনপি নেতা মঞ্জুরুল আজিম সুমন, সাংবাদিক কামরুল হাসান প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com