নিজস্ব প্রতিবেদক :
নওগাঁয় জেলা প্রশাসনের উদ্যোগে ভূমি সেবা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে সদর উপজেলার তেঁতুলিয়া বিএমসি কলেজের হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল আউয়াল।
সভায় অংশ গ্রহনকারীদেরকে উত্তরাধীকার, ভূমি ব্যবস্থাপনা, নামজারি ও খাজনা প্রদানে করনীয় বিষয়গুলো শেখানো হয়। এছাড়া নাগরিক সেবা প্রদান শতভাগ নিশ্চিত করণ ও ডিজিটাল প্লাটফর্ম ব্যবহার করে ভূমিবেসা গ্রহনে উদ্বুদ্ধ করার উপড় গুরুত্বারোপ করা হয়।
আয়োজকরা বলেন, মূলত নতুন প্রজন্মকে উত্তরাধিকার ও ভূমি সেবা সম্পর্কে জানাতে এই অবহিতকরণ সভার আয়োজন করা হয়েছে। যাতে করে আগামী দিনে ভূমিসেবা আরো গতিশীল ও সকলের কাছে সহজ হয়।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানা, নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার এস.এম রবীন শীষ, সিনিয়র সহকারী কমিশনার রাকিবুল হাসান, তেঁতুলিয়া বিএমসি কলেজের অধ্যক্ষ অধ্যাপক সিদ্দিকুর রহমানসহ অন্যান্যরা বক্তব্য প্রদান করেন। এছাড়া স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ অনুষ্ঠানে অংশ নেন।