নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে রাজশাহী পুলিশ লাইন্স ড্রিল শেডে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।
সভায় বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের সমস্যা ও কল্যাণমূলক প্রস্তাবনা তুলে ধরা হয়। পুলিশ কমিশনার প্রস্তাবনাগুলো শোনেন এবং তা পর্যালোচনা করে বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।
এ সময় পুলিশ কমিশনার আরএমপির সকল পর্যায়ের পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। তিনি বলেন, পুলিশ সদস্যদের উত্তম পোষাক পরিধান করতে হবে। স্বাস্থ্য সচেতনতা, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং জনসাধারণের সাথে উত্তম ব্যবহার করতে হবে। এছাড়াও পুলিশ সদস্যদের নিজের জানমালের নিরাপত্তার পাশাপাশি অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে পালন করতে হবে।
সভা শেষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ থেকে অবসর গ্রহণ করা সদস্যদের সম্মাননা জানানো হয়। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে একজন ইন্সপেক্টর, একজন টিএসআই ও একজন সিভিল স্টাফকে ক্রেস দিয়ে সম্মাননা ও শুভেচ্ছা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন, আরএমপির নগর বিশেষ শাখার বিশেষ পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) কে. এম. আরিফুল হক, পিওএম বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) বিভূতি ভূষন বানার্জী, উপ-পুলিশ কমিশনার (সদর) সাইফউদ্দীন শাহীন প্রমূখ।