আরেক দফা রিমান্ডে ডাবলু সরকার

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারকে ফের রিমান্ডে পাঠিয়েছে আদালত। সোমবার রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক ফয়সাল তারেক তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা গেছে, রিমান্ড শুনানির জন্য ডাবলু সরকারকে সোমবার আদালতে তোলা হয়েছিল। তাকে আদালতে নেওয়ার আগে সেখানকার নিরাপত্তা বাড়ানো হয়। পরে তাকে আদালত থেকে ফের কারাগারে নেওয়া হয়।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের আদালত পরিদর্শক আবদুর রফিক জানান, ছাত্র-জনতার ওপর হামলার একটি মামলায় ডাবলু সরকারের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। নগরের বোয়ালিয়া থানার এ মামলা তদন্ত করছে নগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। মামলার তদন্ত কর্মকর্তা আসামির সাত দিনের রিমান্ডের আবেদন করেছিলেন। শুনানি শেষে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

তিনি আরও জানান, আদালতে হাজির করার পর ডাবলু সরকারের আইনজীবীরা তার জামিনের আবেদন করেছিলেন। তবে শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেছেন।

গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর ৪ অক্টোবর গ্রেপ্তার হন ডাবলু সরকার। তার বিরুদ্ধে রাজশাহীতে দুটি হত্যাসহ বেশকিছু মামলা হয়েছে। এরইমধ্যে কয়েকটি মামলায় তিনি কয়েকদফা রিমান্ডে থেকেছেন। সবশেষ আদালত তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com