রাজশাহীতে হেরোইন-সহ গ্রেফতার- ১

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন দেওপাড়া ইউনিয়নের বিজয়নগর রশিদ মাস্টার পাড়া গ্রামে আসমাউল উজ্জামান (২৪),এর বাড়ীর পার্শ্বে থেকে রাত ০৮:১০ টায় একজন মাদককারবারিকে ২০ গ্রাম হেরোইন-সহ গ্রেফতার করেছে রাজশাহী প্রেমতলী পুলিশ তদন্তকেন্দ্র।

গ্রেফতারকৃত সাব্বির হোসেন (২১)। সে রাজশাহী জেলার গোদাগাড়ী থানার সহড়াগাছী গ্রামের মৃত জানে আলম বিজুর পুত্র।

জানা যায়, রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই (নিরস্ত্র) মোঃ মাসুদ রানা ও সঙ্গীয় ফোর্স-সহ গত রাত ০৭:১০ টায় গোদাগাড়ী থানাধীন গোপালপুর মোড়ে ডিউটি করছিল। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, ঐ দিন গোদাগাড়ী থানাধীন দেওপাড়া ইউনিয়নের বিজয়নগর রশিদ মাষ্টার পাড়া গ্রামের আসমাউল উজ্জামানের বাড়ীর পার্শ্বে একজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলো। এমন সংবাদের ভিত্তিতে গোদাগাড়ী থানাধীন প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই (নিরস্ত্র) মোঃ মাসুদ রানা ও সঙ্গীয় ফোর্স-সহ রাত ০৭:৩০ টায় অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ০৮:১০ টায় গোদাগাড়ী থানা পুলিশ অভিযুক্ত সাব্বির হোসেনের নিকট হতে অবৈধ মাদকদ্রব্য ২০ গ্রাম হেরোইন-সহ তাকে গ্রেফতার করে।

হেরোইন উদ্ধারের ঘটনায় গ্রেফতারকৃত অভিযুক্ত সাব্বির হোসেনের বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com