রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় ও আশেপাশের এলাকার প্রান্তিক পর্যায়ের শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন রাবি শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের এক নেতা।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত ২টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকা, তালাইমারি ও শিরোইল স্টেশন এলাকায় অসহায় এবং গরিব মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। এ ছাড়াও ফুটপাতে থাকা ভবঘুরে-অসহায় শীতার্ত মানুষকেও কম্বল দেওয়া হয়।
কম্বল বিতরণকারী নেতা হচ্ছেন মো. হাসিবুল হাসান। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় জিয়া সাইবার ফোর্সের সাধারণ সম্পাদক ও শাখা ছাত্রদলের নেতা। এসময় তার সাথে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীও উপস্থিত ছিলেন।
এবিষয়ে হাসিবুল হাসান বলেন, রাজশাহী শহরে শীত নামার পরে ঘুরাঘুরি করতে গিয়ে এসব দারিদ্র অসহায় মানুষ জন আমার চোখে পড়ে।
আমি এদের কষ্ট টা অনুভব করতে পেরে তখনই পরিকল্পনা করেছিলাম এই শীতের মধ্যে খোলা আকাশের নিচে কষ্ট করে রাত্রি যাপন করা ব্যাক্তিদের জন্য কিছু একটা করবো। আমার সাধ্য মতো যতোটুকু সম্ভব ততটুকু নিয়েই আমি আজ আমার পরিকল্পনা বাস্তবায়ন করি।
কম্বল বিতরণের সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল ও জিয়া সাইবার ফোর্সের কয়েকজন নেতাকর্মীও উপস্থিত ছিলেন।