দুর্গাপুরে জমি নিয়ে বিরোধে আহত ৩ গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় জমিতে গাছ রোপণ করতে গিয়ে জমির মালিক পক্ষ হামলার শিকার হয়। এতে জমির মালিক স্বামী আক্তার আলী (৫২), স্ত্রী রুমাহান খাতুন (৫০) এবং সন্তান আতাউর (২৪) আহত হয়েছেন। পরে, স্থানীয় সহযোগিতায় রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালে স্বামী স্ত্রী চিকিৎসার জন্য ভর্তি হন।

শুক্রবার (২৭ ডিসেম্বর) সকাল ৯টায় উপজেলার বখতিয়ারপুর গ্রামের লক্ষণখলশী মৌজায় মালিক পক্ষের ওপর হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে আকতার আলী স্ত্রী সন্তান ও একজন কাজের লোক নিয়ে মাঠে মেহগণি গাছের চারা রোপণ করতে যান। সেসময় মৃত জয়নাল আবেদীনের সন্তান রাব্বানী ও রানা, বেলাল হোসেনর সন্তান আমিনুল ইসলাম, মৃত আবদুল মালেকের সন্তান রাজু, মৃত আবদুর রহমানের সন্তান মাসুদ রানা, ওই এলাকার সুমন ও সুমনের স্ত্রী কাজল রেখা, মৃত শাকেরের স্ত্রী মরিয়ম বেগমসহ প্রায় ১০ থেকে ১৫ জন দেশীয় অস্ত্র নিয়ে আসে। জমির কথা তুলেই হামলা করে।

ভুক্তভোগী আকতার আলী বলেন, জমি আব্দুল খালেকের কাছ থেকে ১৩ বছর আগে জমি কিনি। বিক্রি কবলা দলিল অনুযায়ী জমি আমাদের। ১৩ বছর পর গত ৫ আগস্টের পর তাঁরা তাঁদের জমি বলে দাবি করে আসছিল। গত নভেম্বর মাসে তাঁরা জোর করে আমাদের জমির ফসলও জোরপূর্বক তুলে নিয়ে যায়। এর আগে ২০১৪ সালে তাঁরা জমির মালিকানা দাবি করে মামলা করেছিল। পরে জানা যায়, তথাকথিত সোলেনামা অনুযায়ী জমির মালিকানা দাবি করলেও তারা আদালতের কোন চুড়ান্ত রায় নিতে পারেনাই।

বিগত সরকার পতনের পরে এরা পুনরায় অদৃশ্য ক্ষমতা বলে সেই জমি তাঁদের দাবি করে আমাদের ওপর হামলা করে। এতে আমি আমার স্ত্রী ও সন্তান আহত হই। সন্তান আতাউর প্রাথমিক চিকিৎসা নিয়েছে। আর আমি ও আমার স্ত্রী ভর্তি আছি।

অভিযুক্ত রাব্বানী বলেন, ওয়ারিশমূলে জমিটির মালিক আমরা। আমাদের জমি আমাদের দখলে রাখতে যা যা করা প্রয়োজন তাই তাই করব, দেখি কে কি করতে পারে।#এস.আর.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com