ভাতা বাড়ানোর দাবিতে শাহবাগ মোড়ে ট্রেইনি চিকিৎসকদের অবরোধ

নিজস্ব  প্রতিবেদক: ভাতা বাড়ানোর দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান করছেন পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকরা। রবিবার (২৯ ডিসেম্বর) সকালে তারা শাহবাগ মোড় অবরোধ করেন। আন্দোলনরত চিকিৎসকরা বলেন, “আমরা দীর্ঘদিন ধরে রাজপথে আন্দোলন করে আসছি। নেতৃস্থানীয় প্রত্যেক জায়গায় আমরা গিয়েছি, সমাধান না পেয়ে বাধ্য হয়ে রাস্তায় নেমেছি। ডাক্তারদের অবদান অস্বীকার করতে পারবেন না, চিকিৎসকরা হাসপাতালে দিনরাত সেবা দিয়েছেন। আমরা ঐক্যবদ্ধ হব, শক্তি সঞ্চার করব। কীভাবে তাড়াতাড়ি প্রজ্ঞাপন দেবেন সেটা নিয়ে ভাবেন। আমরা কারো দালাল নই। ”

ভাতা ৩০ হাজার থেকে বাড়িয়ে ৫০ হাজার করার দাবিতে গত ২২ ডিসেম্বরও তারা শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেছিলেন। তখন পাঁচ হাজার টাকা ভাতা বাড়ানোর ঘোষণা দিয়েছিল সরকার।

ভাতা বাড়াতে ২১ ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন ট্রেইনি চিকিৎসকরা। দাবি না মানলে দেশের প্রায় ১৩ হাজার পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসক একযোগে কর্মবিরতিতে যাবেন বলে ঘোষণা দেওয়া হয়। কিন্তু বেঁধে দেওয়া সময়ের মধ্যে প্রজ্ঞাপন না হওয়ায় ২২ ডিসেম্বর ট্রেইনি চিকিৎসকেরা আন্দোলন শুরু করেন। তাদেরই একটি অংশ শাহবাগ অবরোধ করে। পরে সরকার ট্রেইনি চিকিৎসকদের ভাতা ২৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার করার ঘোষণা দেয়। ট্রেইনি চিকিৎসকরা এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com