রাবির ‘সাইবার গার্ডিয়ান’ টিমের উদ্যোগে সাইবার বুলিং সচেতনতা কার্যক্রম

রাবি প্রতিনিধি: ইন্টারনেটে নিরাপত্তা সচেতনতা প্রসারের লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে “সাইবার বুলিং ও ডিজিটাল সাক্ষরতা প্রচারণা”র অংশ হিসেবে একটি পোস্টার প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

গত ২৩ ডিসেম্বর বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে সাইবার গার্ডিয়ানের পক্ষ থেকে আয়োজটি করা হয়েছে।

এ প্রদর্শনীর উদ্দেশ্য ছিল সাইবার বুলিং সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং দায়িত্বশীল ও নিরাপদ অনলাইন আচরণের জন্য ডিজিটাল সাক্ষরতার প্রচার বলছেন আয়োজনকারীরা।

প্রদর্শনীতে উপস্থাপিত পোস্টারগুলোতে সাইবার হুমকির বিরুদ্ধে লড়াই করার নতুন ও সৃজনশীল উপায় এবং ডিজিটাল নিরাপত্তা সম্পর্কে সচেতন করার বিষয়বস্তু তুলে ধরা হয়।

এ উদ্যোগ ডিজিটাল জগৎ সম্পর্কে আরও গভীর উপলব্ধি সৃষ্টি করে এবং সমাজকে সাইবার-সম্পর্কিত সমস্যার মোকাবিলা করতে সক্ষম করে তোলে।

এ উদ্যোগের সাথে ছিলেন সাইবার গার্ডিয়ানের টিম লিডার ও লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী নাঈম ইবনে জামান, কো-টিম লিডার ও ফোকলোর বিভাগের শিক্ষার্থী এস. এম. তাহমিদ হাসান, কন্টেন্ট ক্রিয়েটর ও নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাহারা খুসবত রাণী এবং ভলান্টিয়ার কো-অর্ডিনেটর শেখ লিজা।

এ বিষয়ে সাইবার গার্ডিয়ানের কো-টিম লিডার এস.এম. তাহমিদ হাসান বলেন ‘আমরা ভবিষ্যতে সাইবার বুলিং এর বিরুদ্ধে এবং ডিজিটাল স্বাক্ষরতার বৃদ্ধির লক্ষ্যে বৃহৎ পরিসরে কাজ করতে চাই।

যার মাধ্যমে আমরা একটি সাইবার বুলিং মুক্ত সমাজ গড়ার স্বপ্ন দেখি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com