অনলাইন ডেস্ক : দুই ম্যাচ আগেই ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খুইয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের একেবারে শেষভাগে এসে আরেক দফা ধাক্কা খেল উইন্ডিজ। শেষ দুই টি-টোয়েন্টির জন্য ক্যারিবীয় দলে এসেছে রদবদল।
চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টির দল থেকে ছিটকে গেছেন ম্যাথু ফোর্ডে। তাঁর পরিবর্তে শেষ দুই টি-টোয়েন্টির দলে নেওয়া এসেছেন ওবেদ ম্যাকয়। ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শুরুতে ম্যাকয়কে রাখা হয়নি। কারণ, এই সিরিজের আগে অনুষ্ঠিত ক্যারিবীয় প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলেছেন তিনি।ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে সবশেষ ম্যাকয় খেলেছেন এ বছরের আগস্টে। ত্রিনিদাদে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে এক ওভারে ১৭ রান দিয়েও কোনো উইকেট পাননি। সেই ম্যাচ ক্যারিবীয়রা ছিল বৃষ্টি আইনে ২২ বল হাতে রেখে ৮ উইকেটে।
সেন্ট লুসিয়ায় পরশু রাতে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ইংল্যান্ড ৩ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচেও ফোর্ড খেলতে পারেননি। কারণ তিনি তৃতীয় টি-টোয়েন্টির আগে অনুশীলনের সময়ই উরুতে চোট পেয়েছিলেন। উইন্ডিজের জার্সিতে সবশেষ ফোর্ড খেলেছেন বার্বাডোজে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে। তাঁকে টি-টোয়েন্টি সিরিজের শুরুতে নেওয়া হয়েছিল আলজারি জোসেফের কাভার হিসেবে। যেখানে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক শাই হোপের সঙ্গে ঝগড়া করে দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন জোসেফ। ফোর্ডের পরিবর্তে সেন্ট লুসিয়ায় তৃতীয় টি-টোয়েন্টিতে খেলেন জোসেফ।
ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। টি-টোয়েন্টি সিরিজে এসেই ভিন্নরূপে দেখা যাচ্ছে ইংল্যান্ডকে। বার্বাডোজে প্রথম ও দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইংল্যান্ড জেতে ৮ ও ৭ উইকেটে। সেই দুই ম্যাচে ইংল্যান্ড জিতেছিল ১৯ ও ৩১ বল হাতে রেখে। লড়াই করতে পেরেছিল শুধু তৃতীয় টি-টোয়েন্টিতে। সেন্ট লুসিয়ায় ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ১৪৬ রানের লক্ষ্য তাড়া করে ইংল্যান্ড জেতে ৪ বল হাতে রেখে ৩ উইকেটে। একই মাঠে আজ ও আগামীকাল সিরিজের চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টি খেলবে ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড। শেষ দুই ম্যাচই বাংলাদেশ সময় রাত দুইটায় হবে।