নিজস্ব প্রতিবেদক:
ম্যাট ঢালাই এর মধ্যদিয়ে রাজশাহী বিভাগীয় তথ্য কমপ্লেক্স নির্মাণ কাজ শুরু হলো গতকাল(০২ জানুয়ারি)।
রাজশাহী শহরের কাশিয়াডাঙ্গাস্থ ফায়ার সার্ভিস স্টেশনের পূর্ব পাশে ৩৩ শতক জমির ওপর তথ্য কমপ্লেক্স নির্মিত হচ্ছে। ২ জানুয়ারি সকালে নির্মাণ কাজ শুরুর সময় জেলা তথ্য অফিস ও আঞ্চলিক তথ্য অফিস (পিআইডি) এর কর্মকর্তা-কর্মচারী ও গণপূর্ত দপ্তরের সংশ্লিষ্ট প্রকৌশলী উপস্থিত ছিলেন।
গণযোগাযোগ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ‘জেলা পর্যায়ে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ’ প্রকল্পের অধীন এ ভবন নির্মাণ কাজ শুরু হয়েছে।
রাজশাহী জেলা তথ্য অফিস ও আঞ্চলিক তথ্য অফিসের (পিআইডি) জন্য অফিস অবকাঠামো ছাড়াও সাততলা ভবনে আধুনিক সিনে কমপ্লেক্স, ডিজিটাল ল্যাব ও ডিজিটাল আর্কাইভ, অডিও ভিজুয়াল সার্পোট সম্বলিত এডিটিং প্যানেলসহ পূর্ণাঙ্গ মিডিয়া হাব, কনফারেন্স হলসহ প্রশিক্ষণ হল থাকবে। পনেরো মাসের মধ্যে ভবনটি নির্মাণ শেষ হবে মর্মে নির্মাণ সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।#এস.আর.