আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে নওগাঁ মেডিকেল কলেজের অ্যানাটমি বিভাগের অধ্যাপক ডা. কান্তা রায় রিমির যোগদান আটকে দেন শিক্ষার্থীরা। তাদের তোপের মুখে বুধবার (১৩ নভেম্বর) দুপুর ১টার দিকে যোগদানপত্র গ্রহণ না করেই ওই অধ্যাপককে ফিরিয়ে দেন মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. পীযূষ কুমার কুন্ডু।
এর আগে সকাল সাড়ে ১০টায় কলেজের একাডেমিক ভবনের সামনে ক্লাস বর্জনের ঘোষণা দিয়ে আন্দোলনে নামেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। বেলা ১১টায় প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে দুই ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেন তারা।
শিক্ষার্থীদের অভিযোগ, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজে কর্মরত অবস্থায় ডা. কান্তা রায় রিমি যে ফ্যাসিবাদের দোসর এটি স্পষ্টভাবে প্রমাণ হয়েছে। সেখানকার শিক্ষার্থীদের সঙ্গে প্রতিনিয়ত বৈষম্যমূলক আচরণ করতেন তিনি। এমনকি ইন্টারভিউ রুমে শিক্ষার্থীদের হিজাব পরতে বারণ করতেন। ভিন্নমতের প্রতি বরাবরই বিদ্বেষী ছিলেন। এমন বিতর্কিত অধ্যাপককে শিক্ষক হিসেবে চান না তারা।
দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সৌভিক ধর চৌধুরী বলেন, নওগাঁ মেডিকেল কলেজের মতো সুনামধন্য প্রতিষ্ঠানে কোনো ফ্যাসিস্টকে পুনর্বাসন করতে দেওয়া হবে না। অন্য কলেজ থেকে বিতাড়িত কোনো শিক্ষক এখানে উড়ে এসে জুড়ে বসতে চাইলে আগামীতেও বাঁধা দেওয়া হবে। এখানে যেসব পদ ফাঁকা রয়েছে সেখানে যোগ্য শিক্ষার্থীবান্ধব শিক্ষককে আনতে হবে।
আরেক শিক্ষার্থী নওশিন তাবাসসুম বিন্তি বলেন, ডা. কান্তা রায় রিমি মেয়েদের পর্দা করতে দেন না। ভাইবাতে শিক্ষার্থীদের হেনস্তা করার অসংখ্য অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অথচ এমন বিতর্কিত একজনকে এখানে বদলি করা হয়েছে। দিনাজপুরের পর রংপুরেও তার জায়গা হয়নি। এখানেও তাকে কোনোক্রমেই যোগদান করতে দেওয়া হবে না।
প্রথম বর্ষের শিক্ষার্থী নাফিজা খাতুন বলেন, আগের কর্মস্থলে অপকর্মে জড়িত বিভিন্ন শিক্ষককে বার বার নওগাঁ মেডিকেল কলেজে বদলি করা হয়। এই নিয়ম অবিলম্বে বন্ধ করতে হবে। ডা. কান্তা রায় রিমির মতো বিতর্কিত অধ্যাপককে এনাটমি বিভাগে আমরা যোগদান করতে দেবো না। অধ্যক্ষের আশ্বাসে আপাতত আমাদের কর্মসূচি বন্ধ করা হয়েছে।
নওগাঁ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. পীযূষ কুমার কুন্ডু বলেন, কান্তা রায় রিমি এখানে যোগদান করতে এলে শিক্ষার্থীরা অনীহা প্রকাশ করেন। পরে শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে বৈঠকের পর যোগদানপত্র গ্রহণ না করেই তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে। ওই শিক্ষিকার আগামীতে এই প্রতিষ্ঠানে নতুন করে যোগদানের কোনো সুযোগ নেই।
এর আগে ১১ নভেম্বর স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব দুর-রে-শাহওয়াজ সই করা এক প্রজ্ঞাপনে অধ্যাপক কান্তা রায় রিমিকে নওগাঁ মেডিকেল কলেজে পদায়ন করা হয়।