মক্কা-মদিনায় প্রবল বন্যা, একাধিক অঞ্চলে রেড এলার্ট জারি

অনলাইন  ডেস্ক: সাম্প্রতিক বৃষ্টিপাতে সৌদি আরবে গুরুতর বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। মক্কা, মদিনা, রিয়াদসহ বিভিন্ন অঞ্চল এখন প্রবল প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত।দেশটির আবহাওয়া বিভাগের সতর্কতা বার্তা অনুযায়ী, পশ্চিম ও পূর্ব অঞ্চলে রেড এলার্ট এবং অন্যান্য অঞ্চলে কমলা স্তরের সতর্কতা জারি করা হয়েছে।বন্যার কারণে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে রাজধানী রিয়াদ, মধ্যাঞ্চল এবং দক্ষিণপশ্চিমাঞ্চলীয় দুই প্রদেশ আসির এবং জাজানে।

আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, দেশটির বেশ কয়েকটি অঞ্চল, যেমন রিয়াদ, জেদ্দা, আল-বাহা, আসির এবং জাজান, এই পরিস্থিতির কারণে বেশি প্রভাবিত হতে পারে। রবিবার পর্যন্ত বজ্রবৃষ্টি এবং আকস্মিক বন্যার থাকতে পারে।  সৌদি কর্তৃপক্ষ বলছে, সিভিল ডিফেন্স ও রেড ক্রেসেন্ট, পরিস্থিতি সামাল দিতে পূর্ণ প্রস্তুত নিয়েছে। তারা সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ও বন্যাপ্রবণ এলাকা থেকে দূরে থাকার নির্দেশনা দিয়েছে। উদ্ধার ও জরুরি সেবায় নিয়োজিত সংস্থা গুলো দ্রুত ব্যবস্থা গ্রহণ করছে এবং অ্যাম্বুলেন্স ও হেলিকপ্টারসহ বিভিন্ন সরঞ্জাম প্রস্তুত রাখা হয়েছে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যাচ্ছে, মক্কা-মদিনা রাস্তাঘাট ব্যাপক ভাবে প্লাবিত হয়েছে, গাড়ি ও ভবন ডুবে যাচ্ছে, এবং উপত্যকা ও নিচু এলাকাগুলোতে পানি জমে আছে। নাগরিকদের এই পরিস্থিতিতে সতর্ক থাকতে এবং নিরাপত্তা নির্দেশনা মেনে চলতে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। এই বন্যা সৌদি আরবে বিরল এক আবহাওয়াজনিত চ্যালেঞ্জ তৈরি করেছে এবং তা মোকাবিলায় দেশটির সকল সরকারি সংস্থা সম্মিলিতভাবে কাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com