সখীপুরে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

  আহমেদ সাজু( সখীপুর) টাঙ্গাইল :   টাঙ্গাইলের সখীপুর উবপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীদের অনিয়মের দায়ে জরিমানা করা হয়।  বৃহস্পতিবার(৯ জানুয়ারি)দুপুর আনুমানিক ১টার দিকে সখীপুর পৌর শহরের প্রানকেন্দ্রে মেয়াদত্তীর্ণ ঔষধ সংরক্ষণের দায়ে আল-মদিনা -২ ফার্মেসীর সত্ত্বাধিকারী মো.নজরুল ইসলামকে ভোক্তা অধিকার আইনে ১০ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়।

একই সময়ে অবৈধভাবে রাস্তা দখল করে দোকান পরিচালনার দায়ে স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ অনুসারে ব্যবসায়ী মো. আলমগীর হোসেনকে ২ হাজার,মো.হান্নান মিয়াকে ১ হাজার,জাফর মিয়া,রফিকুল ইসলাম,শাজাহানসহ প্রত্যেককে বিধি অনুসারে ৫’শত টাকা  জরিমানা করে প্রাথমিক সর্তক করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন সখীপুর থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন ,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচালক মো.রহুল আমিন মুকুল (ইউএইচও)সহ বাজার কমিটির প্রতিনিধিগণ। এ প্রসঙ্গে সখীপুর নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল রনী ভোরের কাগজের প্রতিনিধিকে জানান,জনস্বার্থ বিঘ্নিত হয় এমন স্থানে যেন গাড়ি পার্কি না করা হয়। তিনি আরও বলেন এইরকম অভিযান নিয়মিত  অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com