নিজস্ব প্রতিবেদক,বড়াইগ্রাম: নাটোরের বড়াইগ্রামে মোটরসাইকেলের ধাক্কায় জালিমুদ্দিন প্রামাণিক (৬০) নামে এক অটোভ্যান চালক নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে উপজেলার থানামোড় এলাকায় ওই দূর্ঘটনা ঘটে। জালিমুদ্দিন উপজেলার বড়াইগ্রাম পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা।
বনপাড়া হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, থানার মোড় এলাকায় জালিমুদ্দিন ভ্যান নিয়ে মহাসড়ক পাড় হচ্ছিলেন।
এসময় বিপরিত দিক থেকে আসা মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যান থেকে তিনি ছিটকে পড়লে মোটরসাইকেলে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। এঘটনায় পরিবারের আবেদনের ভিত্তিতে বিনা ময়নাতদন্তে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।