নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বাগমারায় আল-আকসা ইসলামী ডায়াগনস্টিক সেন্টার এন্ড ক্লিনিকে দিন ব্যাপি বিনা মূল্যে হেল্থ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। প্রত্যন্ত এলাকার মানুষের চিকিৎসাসেবা নিশ্চিতের লক্ষ্যে দেউলিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন মসজিদের পাশেই আল-আকসা ইসলামী ডায়াগনস্টিক সেন্টার এন্ড ক্লিনিকে ফ্রি হেল্থ ক্যাম্প পরিচালিত হয়।
রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতাল হতে আগত বিশেষজ্ঞ ডাক্তারগণের সমন্বয়ে সকল ধরণের চিকিৎসা সেবা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়। ফ্রি হেল্থ ক্যাম্পের উদ্বোধন করেন আল-আকসা ইসলামী ডায়াগনস্টিক সেন্টার এন্ড ক্লিনিকের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক একরামুল হক।
ফ্রি হেল্থ ক্যাম্পে বিভিন্ন এলাকা থেকে আগত রোগীদের চিকিৎসা প্রদান করেন, মেডিসিন, ডায়াবেটিস, হাঁপানি বাত ব্যাথা, মা-শিশু ও চর্ম, চৌন রোগের বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ আলমগীর কবীর, স্ত্রী রোগ ও প্রসূতি বিদ্যায় অভিজ্ঞ ডাঃ আরিফিন আক্তার, গাইনী ডাঃ জীবন নেছা, মেডিসিন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ডাঃ তাসনিম আফরোজ।
ফ্রি হেল্থ ক্যাম্প ছাড়াও আল-আকসা ইসলামী ডায়াগনস্টিক সেন্টার এন্ড ক্লিনিকে নিয়মিত রোগী দেখেন বিশেষজ্ঞ চিকিৎসকগণ। এখানে আধুনিক প্যাথলজি বিভাগের মাধ্যমে রোগ নির্ণয়ের সকল ব্যবস্থা রয়েছে। আধুনিক সব চিকিৎসা সরঞ্জামাদির মাধ্যমে চিকিৎসা প্রদান করা হচ্ছে। নারী ও শিশু সহ পুরুষের সকল প্রকার রোগের সুচিকিৎসা প্রদান করে আসছে আল-আকসা ইসলামী ডায়াগনস্টিক সেন্টার এন্ড ক্লিনিক। সেই সাথে গরীব ও প্রতিবন্ধী রোগীদের জন্য রয়েছে বিশেষ সুবিধা। দিন ব্যাপি প্রায় দেড়’শ রোগীকে ফ্রি চিকিৎসা প্রদান করা হয়েছে।